পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
প্রকাশিত হল ভারত সরকারের “২০২৪-এ ভারতে নারী ও পুরুষ : নির্বাচিত সূচক ও পরিসংখ্যান”
Posted On:
06 APR 2025 8:47AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ এপ্রিল, ২০২৫
“২০২৪-এ ভারতে নারী ও পুরুষ : নির্বাচিত সূচক ও পরিসংখ্যান”-এর ২৬তম সংস্করণ প্রকাশ করল কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক। বইটিতে জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারতের নারী ও পুরুষের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।
বিভিন্ন মন্ত্রক, দপ্তর, সংস্থা থেকে প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে এই বইটিতে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ওয়েবসাইটে (https://mospi.gov.in/) এই প্রকাশনাটি পাওয়া যাবে।
প্রকাশনাটির কিছু উল্লেখযোগ্য দিক হল –
*প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরে মহিলাদের নথিভুক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উচ্চ-প্রাথমিক এবং বুনিয়াদি স্তরে হেরফের ঘটলেও পুরুষ ও নারীর মধ্যে নথিভুক্তির পার্থক্য খুবই কম।
*১৫ বছর এবং তার ঊর্ধ্বে এলাকা-ভিত্তিক শ্রমিকদের অংশগ্রহণের হার (এলপিএফআর) ৪৯.৮ শতাংশ (২০১৭-১৮) থেকে বৃদ্ধি পেয়ে ৬০.১ শতাংশে (২০২৩-২৪) পৌঁছেছে।
*সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে মহিলাদের নিজস্ব অ্যাকাউন্টের হার ৩৯.২ শতাংশ এবং মোট জমার হার ৩৯.৭ শতাংশ। গ্রামাঞ্চলে মহিলাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি, সেখানে তাঁদের অ্যাকাউন্টের হার ৪২.২ শতাংশ।
*২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪-এ উৎপাদন, বাণিজ্য এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্রে মহিলাদের মালিকানার হার বৃদ্ধি পেয়েছে।
*স্টার্ট-আপগুলিতেও মহিলাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিটি স্টার্ট-আপে অন্তত একজন করে মহিলা ডিরেক্টর রয়েছেন। এ ধরনের স্টার্ট-আপগুলির সংখ্যা ২০১৭-র ১,৯৪৩ থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪-এ ১৭,৪০৫-এ পৌঁছেছে।
SC/MP/DM.
(Release ID: 2119711)
Visitor Counter : 38