সহযোগ মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরে আইএফএফসিও-র কারোল শাখার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং বীজ অনুসন্ধান কেন্দ্রের শিলান্যাস করেছেন
Posted On:
06 APR 2025 4:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ এপ্রিল, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরে ইন্ডিয়ান ফারমার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড (আইএফএফসিও)-র কারোল শাখার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং বীজ অনুসন্ধান কেন্দ্রের শিলান্যাস করেছেন। অনুষ্ঠানে অন্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল।
ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, আজ ইফকো-র সুবর্ণ জয়ন্তী এবং বীজ অনুসন্ধান কেন্দ্রের ঐতিহাসিক অনুষ্ঠান। তিনি বলেন যে, ইফকো-র ৫০ বছরের উজ্জ্বল যাত্রা প্রমাণ করে যখন সমবায় এবং কর্পোরেট মূল্যবোধ একসঙ্গে কাজ করে তখন কতটা অভূতপূর্ব ফল পাওয়া যায়। তিনি বলেন, ইফকো গবেষণা ও উন্নয়ন, বিপণন, ব্র্যান্ডিং সংক্রান্ত সকল বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিয়েছে এবং প্রতিটি পরিবারে পৌঁছে গেছে।
শ্রী শাহ জোর দিয়ে বলেন যে, ভারত এখন খাদ্যশস্যে স্বনির্ভর এবং এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ইফকো। তিনি বলেন, ইফকো কৃষকদের সারের সঙ্গে যুক্ত করেছে এবং সারকে সমবায়ের সঙ্গে যুক্ত করতে আরও কাজ করেছে। তিনি আরও বলেন যে, ইফকো ৫০ বছরের উজ্জ্বল যাত্রা সম্পূর্ণ করে এখন গর্বিতভাবে দাঁড়িয়ে আছে। সমবায় মন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, যখন ইফকো শতবর্ষ উদযাপন করবে, তখন ইফকো-র সুনাম সারা বিশ্বে সমবায় প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
শ্রী অমিত শাহ বলেন যে ইফকো নানা ধরনের গবেষণা এবং উন্নয়নের কাজও করেছে। তিনি উল্লেখ করেন, ইফকো-র কালোল কারখানা স্থাপনা যখন হয়েছিল সেই সময় এটাকে বড় বিপ্লব মনে করা হয়েছিল। যতো সময় এগিয়েছে ইফকো ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, ন্যানো লিকুইড, ইউরিয়া, লিকুইড ডিএপি ইত্যাদি ক্ষেত্রে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে এবং উৎপাদন বাড়িয়েছে।
তিনি তুলে ধরেন ইফকো বিশ্বে ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি ক্ষেত্রে ভারতের সমবায় ক্ষেত্রকে তুলে ধরেছে। তিনি আরও জানান ইফকো-র ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি এখন সারা বিশ্বে পৌঁচচ্ছে।
শ্রী অমিত শাহ গান্ধীনগরে বীজ অনুসন্ধান কেন্দ্রে সূচনার উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের প্রত্যেকটি ক্ষেত্রে একাধিক নতুন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমবায় মন্ত্রক দেশের সমবায় ক্ষেত্রে প্রায় ৬২টি অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে।
শ্রী অমিত শাহ বলেন, ইফকো যে কাজই হাতে নিয়েছে, সেই কাজই সফলভাবে করার পূর্ব ইতিহাস আছে। বীজ অনুসন্ধান কেন্দ্র জমির উৎপাদনশীলতা বৃদ্ধি করবে, উৎপাদিত পণ্য আরও পুষ্টিকর হবে, জল এবং সার কম লাগবে, বীজের গুণমান বৃদ্ধি পাবে।
শ্রী শাহ বলেন, ৫০ বছর আগে যখন ইফকো স্থাপিত হয়েছিল, তখন কেউ ভাবতে পারেনি ওই প্রতিষ্ঠান আজ এই উচ্চতায় পৌঁছবে। তেমনই আজ যে বীজ অনুসন্ধান কেন্দ্রের শিলান্যাস হল, সেই কেন্দ্রটিও কৃষকদের সমৃদ্ধ করতে একদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রী বলেন, আমাদের সমবায় প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে প্রাথমিক সমবায় সোসাইটি এবং ডেয়ারিগুলিকেও শক্তিশালী করার ওপর জোর দিতে হবে। শ্রী শাহ বলেন, বর্তমানে সার উৎপাদন ক্ষমতা ৯ মিলিয়ন মেট্রিকটন। বিক্রয়ের পরিমাণ পৌঁছেছে ১১ মিলিয়ন মেট্রিকটনে। লেনদেনের পরিমাণ ৪০,০০০ কোটি টাকা। লাভ হয়েছে ৩,২০০ কোটি টাকা। গত ৫০ বছরে ইফকো-র নেতৃত্বে রাসায়নিক সার থেকে ন্যানো সার এবং জৈব সারে যাত্রা ঘটেছে।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রী বলেন, ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি লিকুইড ব্যবহার করলে অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। ইফকো বর্তমানে উৎপাদন ক্ষমতা যতটা বাড়িয়েছে, তাতে তাদের পণ্য এখন সারা বিশ্বে রপ্তানি হচ্ছে। আগামী ৫০ বছরে শতবর্ষের যাত্রাপথে জোর দেওয়া হবে আধুনিক কৃষিকাজের ওপর যাতে জমির গুণাগুণ এবং পরিবেশ অক্ষুন্ন রেখে আরও বেশি উৎপাদন করা যায়।
SC/AP/NS….
(Release ID: 2119685)
Visitor Counter : 6