প্রধানমন্ত্রীরদপ্তর
বিমস্টেক শীর্ষ বৈঠকের ফাঁকে বাংলাদেশের মুখ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Posted On:
04 APR 2025 3:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন।
গণতান্ত্রিক, সুস্থায়ী, শান্তিপূর্ণ, উন্নত এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারতের সমর্থনের কথা তিনি পুনরায় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী দুই দেশের মানুষের মধ্যে সু-সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাংলাদেশের সঙ্গে বাস্তব-ভিত্তিক, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের সদিচ্ছার কথা ব্যক্ত করেন। সীমান্তে বিশেষত রাতে অবৈধ অনুপ্রবেশ রুখতে কঠোর আইন বলবৎ করার উপর জোর দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথা জানান প্রধানমন্ত্রী এবং তাঁদের সুরক্ষা সুনিশ্চিত করতে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশাপ্রকাশ করেন। আঞ্চলিক অখন্ডতা রক্ষায় পারস্পরিক শলাপরামর্শ ও সহযোগিতার উপর জোর দেন দুই নেতা।
দ্বিপাক্ষিক আলাপ-আলোচনার মাধ্যমে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানের ব্যাপারে প্রধানমন্ত্রী তাঁর দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।
SC/MP/SB
(Release ID: 2118937)
Visitor Counter : 12
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam