প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরের ফল

Posted On: 03 APR 2025 5:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ এপ্রিল, ২০২৫


১) ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব স্থাপন নিয়ে যৌথ ঘোষণাপত্র 

২) ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে থাইল্যান্ডে ডিজিটাল অর্থনীতি ও সমাজের সঙ্গে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রকের সমঝোতাপত্র

৩) গুজরাটের লোথালে জাতীয় সামুদ্রিক ঐতিহ্য চত্বর গড়ে তোলার বিষয়ে ভারত সরকারের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের সঙ্গে থাইল্যান্ডের সংস্কৃতি মন্ত্রকের শিল্পকলা দফতরের সমঝোতাপত্র

৪) অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র এমএসএমই ক্ষেত্রে সহযোগিতা নিয়ে ভারত সরকারের জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেড এবং থাইল্যান্ডে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রসার কার্যালয়ের মধ্যে সমঝোতাপত্র

৫) ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের সঙ্গে থাইল্যান্ডের বিদেশ মন্ত্রকের সমঝোতাপত্র  

৬) ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চলীয় হস্তশিল্প ও হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম লিমিটেডের সঙ্গে থাইল্যান্ডের ক্রিয়েটিভ ইকোনমি এজেন্সির সমঝোতাপত্র   

 

SC/ SD /AG


(Release ID: 2118906) Visitor Counter : 6