শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

জেম-এর মাধ্যমে ২০২৪-২৫ অর্থবর্ষে আউটসোর্সিং-এর ভিত্তিতে সরকারি বিভিন্ন সংস্থায় ১০ লক্ষেরও বেশি পেশাদার কাজের বরাত পেয়েছেন

Posted On: 02 APR 2025 12:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ এপ্রিল, ২০২৫

 

ডিজিটাল ক্রয় মঞ্চ, গভর্নমেন্ট ই-মার্কেট প্লেস (জেম)-এর মাধ্যমে ২০২৪-২৫ অর্থবর্ষে আউটসোর্সিং-এর ভিত্তিতে সরকারি বিভিন্ন সংস্থায় ১০ লক্ষেরও বেশি পেশাদার কাজের বরাত পেয়েছেন। এটি একটি মাইলফলক। সরকারের পণ্য ও পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে জেম।

জেম-এর মাধ্যমে মানবসম্পদের আউটসোর্সিং সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষে অত্যন্ত সহায়ক হয়ে উঠেছে। বিষয়টিতে যুক্ত রয়েছেন ৩৩ হাজারেরও বেশি পরিষেবা প্রদানকারী সংস্থা। মজুরি কিংবা নির্দিষ্ট পারিশ্রমিক – সব বিষয়গুলি নির্দিষ্ট হয়ে যাচ্ছে উপযুক্ত প্রক্রিয়ায়। এভাবে কাজ পাচ্ছেন সুরক্ষা কর্মী, বাগিচা কর্মী, মাল্টি-টাস্কিং কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর – সবাই। 

জেম-এর সিইও শ্রী অজয় ভাদু বলেছেন, এই ব্যবস্থাপনায় কর্মীদের দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে। প্রয়োজনমতো পরিষেবা পেয়ে যাচ্ছে সরকারের বিভিন্ন দপ্তর।

জেম কাজ শুরু করে ২০১৬-তে। ২০১৯-২০ অর্থবর্ষে পরিষেবা বিক্রয়ের বিষয়টিকেও এর অন্তর্ভুক্ত করা হয়। বিগত পাঁচ বছরে ৩৩০-এরও বেশি পরিষেবা অন্তর্ভুক্ত হয়েছে জেম মঞ্চে। এর মধ্যে রয়েছে ড্রোন পরিষেবা, ক্লাউড পরিষেবা, সাইবার নিরাপত্তা পরিষেবা ইত্যাদি।

 

SC/AC/DM.


(Release ID: 2118196) Visitor Counter : 12