প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষা নীতি ২০২০-র প্রশংসা করে বলেছেন এর মাধ্যমে ভারতের প্রজ্ঞা পুনরুজ্জীবিত হবে, শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে আত্মনির্ভর এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাষ্ট্র হয়ে উঠবে
Posted On:
02 APR 2025 12:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ এপ্রিল, ২০২৫
গত এক দশকে ভারতের শিক্ষা ক্ষেত্রের ঐতিহাসিক সংস্কারের দিকগুলি উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২০-র জাতীয় শিক্ষা নীতির প্রশংসা করেছেন। তিনি বলেন, এর ফলে ভারতের প্রজ্ঞা পুনরুজ্জীবিত হবে, শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে আত্মনির্ভর এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাষ্ট্র হয়ে উঠবে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন:
“কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী @dpradhanbjp ভারতের শিক্ষা ক্ষেত্রে গত এক দশকে যে ঐতিহাসিক সংস্কার সাধিত হয়েছে সেই বিষয়গুলি উল্লেখ করেছেন। জাতীয় শিক্ষা নীতি ২০২০ সংস্কারের ক্ষেত্রেও শক্তিশালী। এর মাধ্যমে ভারতের প্রজ্ঞা পুনরুজ্জীবিত হবে, শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে আত্মনির্ভর এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাষ্ট্র হয়ে উঠবে।”
SC/CB/SKD
(Release ID: 2118082)
Visitor Counter : 8
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam