সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংখ্যালঘুদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও শিক্ষামূলক প্রকল্পের রূপায়ণ করছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক

प्रविष्टि तिथि: 02 APR 2025 3:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ এপ্রিল, ২০২৫

 

সংখ্যালঘুদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও শিক্ষামূলক প্রকল্পের রূপায়ণ করছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক।

মন্ত্রকের একটি অগ্রণী প্রকল্প হল, প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন (পিএম বিকাশ) প্রকল্প। এর আওতায় পূর্বতন ৫টি প্রকল্প ‘শিখো অওর কমাও’, ‘নই মঞ্জিল’, ‘নই রোশনী’, ‘ওস্তাদ’ এবং ‘হামারি ধরোহর’-কে একত্রিত করা হয়েছে। এর আওতায় ৬টি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা হল :

১. দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ (প্রথা বর্হিভূত এবং প্রথাগত)

২. মহিলা নেতৃত্ব ও উদ্যোগ

৩. শিক্ষা (ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং-এর মাধ্যমে)

৪. পরিকাঠামো উন্নয়ন (প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রমের মাধ্যমে)

প্রকল্পের আওতায় ন্যাশনাল মাইনরিটিজ ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন থেকে ঋণ পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

এই প্রকল্প অনুযায়ী রূপায়ণকারী অংশীদাররা শিল্প মহলের সঙ্গে তাদের সংযোগের মাধ্যমে প্রার্থীদের চাকরির ব্যবস্থা করবে। 

বিভিন্ন সরকারি মন্ত্রক/দপ্তর এবং রাজ্য সরকারগুলির কাছ থেকে মন্ত্রক আগ্রহী সংস্থাগুলির প্রস্তাব চেয়ে পাঠিয়েছে। হুনার হাট, লোক সম্বর্ধন পর্ব, সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও মন্ত্রক তার প্রকল্পগুলি নিয়ে প্রচার চালাচ্ছে। 


লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক এবং সংসদীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু এই তথ্য জানিয়েছেন। 

 

SC/ SD/NS…


(रिलीज़ आईडी: 2118081) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil