বস্ত্রমন্ত্রক
সংসদে প্রশ্নোত্তর : বস্ত্র ও বয়ন ক্ষেত্রে আন্তর্জাতিক আঙিনায় ভারতের অবস্থান আরও মজবুত করার উদ্যোগ
प्रविष्टि तिथि:
01 APR 2025 10:09AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২৫
আন্তর্জাতিক বাজারে ভারতীয় বস্ত্র ও বয়ন সামগ্রীকে আরও জনপ্রিয় করে তুলতে সরকার একের পর এক কর্মসূচি হাতে নিচ্ছে। এর মধ্যে রয়েছে – আধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন্স অ্যান্ড অ্যাপারেল (পিএম মিত্র) পার্ক, হস্তচালিত পন্থায় তন্তু উৎপাদনে উৎপাদন সংযুক্ত উৎসাহদান প্রকল্প, গবেষণা ও উদ্ভাবনে গতি আনতে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন, দক্ষতায়নের লক্ষ্যে ‘সমর্থ’ প্রকল্প, সিল্ক উৎপাদনের সার্বিক কর্মসূচি, তাঁতশিল্পের প্রসারে ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইত্যাদি। এছাড়াও, কারুশিল্পের প্রসারে হাতে নেওয়া হয়েছে ন্যাশনাল হ্যান্ডিক্র্যাফটস ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর মতো প্রকল্প। কর্মীদের দক্ষতায়ন, পরিকাঠামোগত বিকাশ, প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উপযুক্ত পরিমণ্ডল গড়ে তুলতে এবং কর্মী ও শ্রমিকদের কাছে সরাসরি সুবিধা হস্তান্তর প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানে উদ্যোগী সরকার।
তুলো চাষীদের স্বার্থ রক্ষায় ন্যূনতম সহায়ক মূল্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ন্যূনতম সহায়ক মূল্য বাবদ তুলো চাষীদের দেওয়া হয়েছে ১১,৭১২ কোটি টাকা। এই অর্থবর্ষেও এই কাজ চলেছে দ্রুতগতিতে।
বিশ্বের বাজারে ভারতীয় বস্ত্র ও বয়ন সামগ্রীর নিজস্ব পরিচিতি গড়ে তুলতে কস্তুরি কটন ইন্ডিয়া-র সূচনা করেছে সরকার।
এ বছর ফেব্রুয়ারিতে বস্ত্র ও বয়ন মন্ত্রকের সহায়তায় আয়োজিত হয়েছে ভারত টেক্স, ২০২৫। আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করা হয় সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারতীয় পণ্যের উৎকর্ষমান তুলে ধরতে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র ও বয়ন প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মারগারিটা।
SC/AC/DM
(रिलीज़ आईडी: 2117287)
आगंतुक पटल : 35