WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

বিশেষ প্রদর্শনী ও কৌশলগত অংশীদারিত্ব সহ ওয়েভস বাজারের আন্তর্জাতিক বিস্তার

 Posted On: 31 MAR 2025 11:55AM |   Location: PIB Kolkata

 

মুম্বাই, ৩১ মার্চ, ২০২৫

 

আগামী ১-৪ মে মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে মিডিয়া ও বিনোদন শিল্পের প্রথম আন্তর্জাতিক ই-বিপণনস্থল ওয়েভস বাজার। ওয়েভস, ২০২৫-এর উল্লেখযোগ্য দিক হল, এর মাধ্যমে সিনেমা, টেলিভিশন এবং এভিজিসি (অ্যানিমেশন, ভিএফএক্স, গেমিং এবং কমিক্স) ক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্পমহলের প্রতিনিধিরা পরস্পরের মুখোমুখি হতে পারবেন এবং তাঁদের ব্যবসায়িক সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি অতুলনীয় সুযোগ সৃষ্টি করতে চলেছে। 

 

ওয়েভস বাজারে থাকছে একটি প্রদর্শনী কক্ষ, বিপণন স্ক্রিনিং, ক্রেতা ও বিক্রেতাদের সাক্ষাৎ সহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা। 

 

প্রদর্শনী কক্ষে সিনেমা, সিরিজ এবং এভিজিসি প্রকল্পগুলি দেখা যাবে। সেইসঙ্গে এই কক্ষে শিল্পের কারবারীরা পারস্পরিক মতবিনিময় করতে পারবেন। 

 

ওয়েভস বাজারে ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে প্রযোজক, স্টুডিও, সম্প্রচারকারী এবং বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবপক্ষ এককভাবে পরস্পরের সঙ্গে মতবিনিময় করতে পারবেন। আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা এবং শিল্পকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি সহায়ক হবে। 

 

এছাড়া থাকছে পিচ রুম, যেখানে চলচ্চিত্র নির্মাতা, বিষয়বস্তু উদ্ভাবনকারী এবং সৃজনশীল ব্যক্তিরা তাঁদের ভাবনাচিন্তা সম্পর্কে পারস্পরিক মতবিনিময় করতে পারবেন। নতুন বিষয়বস্তু উদ্ভাবনকারীদের কাছে এটি একটি অভিষেক মঞ্চ হিসেবে কাজ করবে। 

 

বিষয়বস্তুর উদ্ভাবক, ক্রেতা ও বিনিয়োগকারীদের কাছে ওয়েভস বাজার এক উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে। নতুন নতুন ভাবনাচিন্তা, অংশীদারিত্ব গড়ে তোলা এবং অন্যান্য ক্ষেত্রে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

 

নথিভুক্তি এবং আরও তথ্যের জন্য দেখুন - https://www.wavesbazaar.com/

 

ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় মুম্বইয়ে প্রথম ওয়ার্ল্ড অডিও-ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস) অনুষ্ঠিত হতে চলেছে। 

 

যদি কোনো প্রশ্ন থাকে, তার উত্তরের জন্য এখানে https://wavesindia.org/faq ক্লিক করুন।

 

সর্বশেষ তথ্যাদি পেতে দেখুন - https://pib.gov.in/EventDetail.aspx?ID=1204&reg=3&lang=1

 

ওয়েভস-এ নথিভুক্তির জন্য - https://wavesindia.org/register-menu-তে ক্লিক করুন

 

 

SC/MP/DM


Release ID: (Release ID: 2117098)   |   Visitor Counter: 28