উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ইদ-উল-ফিতরের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি

प्रविष्टि तिथि: 30 MAR 2025 8:23PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ মার্চ, ২০২৫

 

 

ইদ-উল-ফিতরের পবিত্র অনুষ্ঠানে আমি আমাদের দেশের সকল নাগরিককে আন্তরিক শুভকামনা জানাই।

 

ইদ-এর এই পর্ব আমাদের স্মরণ করায় সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐক্য আমাদের শক্তির কেন্দ্র। এই উৎসব মাত্র একটি উৎসব নয়, বরং একতা, দয়া এবং পারস্পরিক সম্মানের মতো আমাদের বৈচিত্র্যময় গণতন্ত্রের আদর্শের এক প্রতীক।

 

আসুন এই ঈদ উৎসবে আমরা সম্প্রীতি এবং একতার ভাবনাকে একাত্ম করে তার মূল্যবোধের প্রতি আমাদের দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করি, যা আমাদের জীবনকে দিশা দেখায় এবং এক মজবুত ও সমৃদ্ধ রাষ্ট্র রূপে আমাদের একজোট করে রাখে।

 

SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2117087) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Tamil , Malayalam