প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারত – জাপান অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে কেইজাই দোয়ুকাই থেকে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

Posted On: 27 MAR 2025 8:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেইজাই দোয়ুকাই (জাপানের কর্পোরেট এক্সিকিউটিভদের সংগঠন) থেকে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেউজাই দোয়ুকাই – এর চেয়ারপার্সন তাকেশি নিনামাই – এর নেতৃত্বাধীন ২০ জন সদস্যের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে আজ ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাতের লক্ষ্য, ভারত – জাপান অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে জাপানী প্রতিনিধিদলের বক্তব্য শোনা। 

দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষি, সামুদ্রিক পণ্য, মহাকাশ, প্রতিরক্ষা, বীমা, প্রযুক্তি, পরিকাঠামো, অসামরিক বিমান পরিবহণ, পরিচ্ছন্ন জ্বালানী, পরমাণু শক্তি এবং এমএসএমই সহযোগিতার মতো মূল ক্ষেত্রগুলিতে যৌথ সহযোগ আরও বাড়ানোই মূল লক্ষ্য। 

প্রধানমন্ত্রী ভারত – জাপান বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক সহযোগিতার বিষয় উল্লেখ করে ভারতে ব্যবসা-বান্ধব পরিবেশ যোগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেন, ভারতে জাপানের বিনিয়োগ দ্রুত বাড়াতে ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের মনে কোনও রকম দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিৎ না। 

 বিমান ক্ষেত্র ভারতে যথেষ্ট প্রসার লাভ করেছে। ভারত নতুন বিমানবন্দর নির্মাণ সহ লজিস্টিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উল্লেখযোগ্য পরিকাঠামো ক্ষেত্র নির্মিত হচ্ছে। 

ভারতের বিপুল বৈচিত্র্যের দিকে তাকিয়ে কৃত্রিম মেধার পরিমণ্ডল গড়ে তুলতে এই দেশ বড় ভূমিকা পালন করতে পারে। কৃত্রিম মেধার ক্ষেত্রে সহযোগিতার গুরুত্ব উল্লেখ করে ভারত, জাপানকে এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। 

প্রধানমন্ত্রী আরও বলেন, পরিচ্ছন্ন জ্বালানী ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। জৈব জ্বালানী লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষিক্ষেত্র জৈব জ্বালানীর মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতে পারে এবং মূল্য সংযোজক ভূমিকা পালন করতে পারে। 

বীমা ক্ষেত্রকে আরও উন্মুক্ত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে, মহাকাশ ও পরমাণু প্রযুক্তি ক্ষেত্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেত্রগুলির যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। 

জাপানের প্রতিনিধিদল ভারতকে ঘিরে তাদের পরিকল্পনার কথা জানিয়েছে। মানবসম্পদ ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে ভারত – জাপান পরিপূরক ভূমিকা পালন করতে পারে বলে তাঁরা জানিয়েছেন। আগামী দিনে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও প্রসারলাভ করবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন। 

সান্তরি হোল্ডিংস লিমিটেডের প্রেসিডেন্ট এবং সিইও নিনামি তাকেশি জানান, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত – জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে প্রসারলাভ করছে। তিনি আরও জানান, ভারতে জাপানের বিনিয়োগের প্রভূত সম্ভাবনা রয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’কে বিশ্বের জন্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্যের প্রশংসা করেছেন তিনি। প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয় যে, প্রধানমন্ত্রী পরিস্কারভাবে তাঁর দৃষ্টিভঙ্গী ব্যাখ্যা করেছেন এবং ভারতে জাপানের বিনিয়োগ যাতে আরও বৃদ্ধি পায়, তিনি সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন। 

বিকশিত ভারত @2047’কে অর্থপূর্ণ করে তুলতে এবং দ্বিপাক্ষিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে জাপানী বাণিজ্য প্রতিনিধিদল তাঁদের সমর্থন ও দায়বদ্ধতার কথা ব্যক্ত করেছে। 

 

SC/AB/SB


(Release ID: 2116531) Visitor Counter : 9