প্রতিরক্ষামন্ত্রক
প্রাক্তন সামরিক কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ
प्रविष्टि तिथि:
28 MAR 2025 3:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ মার্চ , ২০২৫
প্রাক্তন সামরিক কর্মীদের পর্যাপ্ত পেনশন ও কর্মসংস্থানের সুযোগ সুনিশ্চিত করতে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। এক র্যাঙ্ক এক পেনশন প্রকল্প, একই র্যাঙ্কে অবসর নেওয়া বিভিন্ন সময়ের পেনশনভোগীদের মধ্যে পেনশনের হারের বৈষম্য দূর করেছে। এছাড়া প্রাক্তন সামরিক কর্মীরা যাতে বিভিন্ন সরকারে সংস্থা, কর্পোরেট, বেসরকারি ক্ষেত্র, আধাসামরিক বাহিনী প্রভৃতি জায়গায় কাজের সুযোগ পান সেজন্য তাঁদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও স্বনির্ভর প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে।
প্রাক্তন সামরিক কর্মীদের জন্য রাষ্ট্রায়ত্ব সংস্থা এবং রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিতে গ্রুপ সি পদে ১৪.৫ ও গ্রুপ ডি পদে ২৪.৫ শতাংশ সংরক্ষণের সুবিধা রয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন প্রাক্তন সামরিক কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য পৃথক সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শর্ট সার্ভিস কমিশনে প্রাক্তন সামরিক কর্মীদের বিধবা স্ত্রীর জন্য ৫ শতাংশ সংরক্ষণ রয়েছে। পশ্চিমবঙ্গে সেনাবাহিনীর ৮৩,৫৪২ নৌবাহিনীর ৫,৯০৬ এবং বিমান বাহিনীর ১৪,৭৪৫ জন মিলিয়ে মোট ১ লক্ষ ৪ হাজার ১৯৩ জন প্রাক্তন সামরিক কর্মী রয়েছেন।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এই তথ্য জানিয়েছেন।
SC/SD/NS
(रिलीज़ आईडी: 2116463)
आगंतुक पटल : 24