শিল্পওবাণিজ্যমন্ত্রক
পিএম গতিশক্তির আওতায় নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠীর ৯০-তম বৈঠকে প্রধান পরিকাঠামো প্রকল্পগুলির কাজের মূল্যায়ণ
Posted On:
27 MAR 2025 7:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মার্চ , ২০২৫
পিএম গতিশক্তির আওতায় নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠীর (এনপিজি) ৯০-তম বৈঠকে আজ সড়ক, রেল ও মেট্রো সংক্রান্ত প্রধান পরিকাঠামো প্রকল্পগুলির কাজের পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান (পিএমজিএস এনএমপি)-র সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক মাধ্যমের মধ্যে সংযোগ এবং লজিস্টিক দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
এনপিজি ৫টি প্রকল্পের (২টি সড়ক, ২টি রেল এবং ১টি মেট্রো) মূল্যায়ণ করে। পিএম গতিশক্তি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক মাধ্যমের সঙ্গে সংযোগের পরিকাঠামো, আর্থিক ও সামাজিক কেন্দ্রগুলির সঙ্গে প্রান্তিক সংযোগ এবং আন্তঃ-মাধ্যম সমন্বয়ের ক্ষেত্রে কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়।
যে প্রকল্পগুলির কাজের পর্যালোচনা করা হয়েছে সেগুলি হল :
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক
১. জাতীয় মহাসড়ক ১৬৫-তে আকিভিরু থেকে দিগামারু পর্যন্ত সড়কের উন্নয়ন
২. জাতীয় মহাসড়ক ৭৫৪-কে-তে লাখপত থেকে সান্তালপুর পর্যন্ত সড়কের উন্নয়ন।
রেল মন্ত্রক
১. জাজপুর-কেওনঝাড় রোড থেকে ধামারা বন্দর পর্যন্ত নতুন ব্রডগেজ রেললাইন।
২.লামডিং-তিনসুকিয়া-ডিব্রুগড় ডাবল লাইন প্রকল্পের আওতায় ফারকেটিং-নিউ তিনসুকিয়া শাখার ডাবল লাইন।
আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক
নয়ডা সেক্টর ১৪২ থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত মেট্রো রেল করিডর
পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের আওতায় এই পরিকাঠামো প্রকল্পগুলি সংযোগ বাড়াবে, লজিস্টিকের উন্নতি ঘটাবে এবং আঞ্চলিক ও জাতীয় অর্থনৈতিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। বৈঠকে পৌরোহিত্য করেন শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের যুগ্ম সচিব শ্রী পঙ্কজ কুমার।
SC/SD/NS
(Release ID: 2116432)
Visitor Counter : 12