প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

দশম গোলাবারুদ তথা টর্পেডো তথা মিসাইল বার্জ, এলএসএএম ২৪ (ইয়ার্ড ১৩৪) – এর উৎক্ষেপণ

Posted On: 27 MAR 2025 11:28AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৫

 

২৬ মার্চ, ২০২৫ তারিখে থানের মেসার্স সূর্যদীপ্ত প্রোজেক্টস্‌ প্রাইভেট লিমিটেড – এ দশম এসিটিসিএম বার্জ, এলএসএএম ২৪ (ইয়ার্ড ১৩৪) – এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার রাহুল জগৎ।

২০২১ সালের ৫ মার্চ থানের এমএসএমই শিপইয়ার্ড ,মেসার্স সূর্যদীপ্ত প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের সঙ্গে– ১১টি গোলাবারুদ সহ টর্পেডো ক্ষেপণাস্ত্র বার্জ নির্মাণ চুক্তি সম্পন্ন হয়। এই বার্জগুলি দেশীয় নকশায় ও প্রযুক্তিতে প্রস্তুত করা হয়েছে। সমুদ্রে এদের উপযোগিতা নিশ্চিত করতে বিশাখাপত্তনমে নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরী- এনএসটিএলএ – এর মডেল পরীক্ষা করা হয়। এখনও পর্যন্ত শিপইয়ার্ড ১১টির মধ্যে ৯টি বার্জ সরবরাহ করেছে এবং ভারতীয় নৌ-বাহিনী এগুলিকে যথাযথ ব্যবহার করছে।

এই বার্জগুলি ভারত  সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের সফল পরিচায়ক।

 

SC/PM/SB


(Release ID: 2115636) Visitor Counter : 16