কয়লামন্ত্রক
দেশের কয়লা খনিগুলির জ্বালানী সংক্রান্ত নিরাপত্তা প্রদানের ক্ষমতা
Posted On:
26 MAR 2025 12:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
ভারতে যে পরিমাণ কয়লা রয়েছে, তা দেশের জ্বালানী সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করে। বর্তমানে দেশের মোট জ্বালানী চাহিদার ৫৫ শতাংশ কয়লা থেকে পাওয়া যায়। জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া’র ২০২৪ সালের পয়লা এপ্রিলের প্রাপ্ত তথ্যানুযায়ী, ভারতে ৩৮ হাজার ৯৪২ কোটি টন কয়লা রয়েছে। সঞ্চিত লিগনাইটের পরিমাণ ৪ হাজার ৭২৯ কোটি টন।
ভারতের সঞ্চিত থাকা কয়লাকে যথাযথভাবে কাজে লাগানো হয়। কয়লা উত্তোলন বাড়াতে উত্তোলক সংস্থাগুলি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। উৎপাদন হার বৃদ্ধি করতে, এ সংক্রান্ত ব্যয় হ্রাসের জন্য যন্ত্রের সাহায্যে উত্তোলনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। খোলামুখ খনিগুলি থেকে কয়লা উত্তোলনের জন্য হেভি আর্থ মুভিং মেশিনারিকে কাজে লাগানো হয়।
দেশে জ্বালানীর চাহিদা পূরণে সরকার কয়লা উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। ২০২৩-২৪ অর্থবর্ষে কয়লা উত্তোলন হয়েছে ৯৯৭.৮২৬ মেট্রিক টন – যা সর্বোচ্চ। ২০২২-২৩ অর্থবর্ষে কয়লা উৎপাদনের পরিমাণ ছিল ৮৯৩.১৯১ মেট্রিক টন।
কয়লা উৎপাদন বৃদ্ধি করে দেশে জ্বালানীর চাহিদা পূরণ করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে – কয়লা ব্লকগুলির বিষয়ে নিয়মিত পর্যালোচনা, খোলামুখ খনিগুলিতে থাকা মোট কয়লার ৫০ শতাংশ খোলা বাজারে বিক্রি করার অনুমতি প্রদান। কয়লা উত্তোলনের জন্য এক জানালা ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টাল চালু করা হয়েছে, যেখানে সহজেই সবধরনের ছাড়পত্র পাওয়া যাবে। বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলনের ক্ষেত্রে কোল গ্যাসিফিকেশন অথবা লিক্যুইফিকেশন – এর মতো উদ্যোগ নেওয়া হলে বিশেষ আর্থিক ছাড়ের ব্যবস্থা রয়েছে।
কয়লা খনির সন্নিহিত অঞ্চলে পরিবেশ-বান্ধব বিভিন্ন সুস্থায়ী ব্যবস্থাপনা গড়ে তুলতে উৎসাহিত করা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যগুলির দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মাবলী মেনে চলা হয়। এছাড়াও, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের নিয়মাবলীও অনুসরণ করা হয়।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।
SC/CB/SB
(Release ID: 2115587)
Visitor Counter : 14