সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
সংসদে প্রশ্নোত্তর : ভিন দেশে পড়াশোনার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি
Posted On:
26 MAR 2025 2:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
ভিন দেশে পড়াশোনার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ কর্মসূচির আওতায় বৃত্তি দেওয়া হয়। ২০১৯-২০-তে তপশিলি গোষ্ঠীভুক্ত ৩৯ জন শিক্ষার্থী এই সুবিধা পেয়েছিলেন। ২০২৩-২৪-এ সেই সংখ্যা দাঁড়ায় ১০৭-এ।
সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং আদিবাসী বিষয়ক মন্ত্রকের আওতাধীন এই প্রকল্প বাবদ ২০২১-২২ থেকে ২০২৫-২৬ সময়কালে বরাদ্দ ২০ কোটি টাকা। তবে, এই অর্থবর্ষে খরচ হয়ে গেছে ২১.৯৫ কোটি টাকা। সেজন্য অতিরিক্ত তহবিল সংগ্রহের চেষ্টা চলছে।
ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ কর্মসূচির আওতায় সামাজিক ন্যায় দপ্তরের জন্য আসন সংখ্যা ২০১৩-১৪ সালে ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হয়। ২০২১-২২-এ তা দাঁড়ায় ১২৫-এ আদিবাসী বিষয়ক দপ্তরের জন্য আসন সংখ্যা ২০১২-১৩-য় ১৫ থেকে বাড়িয়ে ২০ করা হয়েছিল।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী রামদাস আটাওয়ালে।
SC/AC/DM
(Release ID: 2115466)
Visitor Counter : 10