পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
ডেটা-চালিত নীতি এবং উদ্ভাবনকে শক্তিশালী করতে এনএসও ইন্ডিয়া ও আইআইএমএ-র যৌথ উদ্যোগ
Posted On:
25 MAR 2025 9:09AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৫
পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আমেদাবাদ (আইআইএম )-এর সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে জন-তথ্য(ডেটা)র উদ্ভুত ধারা এবং গবেষণা ও নীতিক্ষেত্রে কারিগরি দিক নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করে। আইআইএম আমেদাবাদ ক্যাম্পাসে তা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ জাতীয় ডেটা পরিমণ্ডল এবং আধুনিক সাক্ষ্য-ভিত্তিক নীতি নির্ণয়ের ক্ষেত্রে মন্ত্রকের সাম্প্রতিক প্রয়াসের অঙ্গস্বরূপ।
ওয়ার্কশপে মন্ত্রকের সচিব এবং এনএসও-র প্রধান ডঃ সৌরভ গর্গ, এমওএসপিআই-এর মহানির্দেশক শ্রী পি আর মেশ্রাম সহ মন্ত্রকের পদস্থ আধিকারিকবৃন্দ, ফ্যাকাল্টির সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নীতিগত চ্যালেঞ্জের ক্ষেত্রে জন-তথ্যের ব্যবহার বাড়ানো সহ উদ্ভুত প্রযুক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আইআইএম আমেদাবাদের অধিকর্তা অধ্যাপক ভারত ভাস্কর নীতি রূপায়ণের ক্ষেত্রে কৃত্রিম মেধার রূপান্তরমূলক সম্ভাবনার দিকটির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, জনস্বার্থে যৌথ সমন্বয়ের সুবিধার দিকগুলি আরও প্রসারিত করা যেতে পারে।
মন্ত্রকের সচিব ডঃ সৌরভ গর্গ মন্ত্রকের কাজের এক সামগ্রিক চিত্র বর্ণনা ধরেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সমীক্ষা এবং ম্যাক্রো-অর্থনীতির সূচকের দিকগুলিকেও তুলে ধরেন তিনি। ডেটা ব্যবহারকারীদের উত্তরোত্তর প্রত্যাশা পূরণে বিকল্প ডেটা সেটের সঙ্গে সমন্বয় গড়ে তোলার এক অনন্য সুযোগ ভারতের প্রশাসনিক ডেটা ক্ষেত্রের রয়েছে।
এনএসও ইন্ডিয়া ও আইআইএম আমেদাবাদের মধ্যে সুস্থায়ী সহযোগিতার বাতাবরণের গুরুত্বের পাশাপাশি, মানবসম্পদ সৃষ্টিতে এই জাতীয় প্রাতিষ্ঠানিক উদ্যোগ সুদূরপ্রসারী ভূমিকা নিতে পারে। এই ওয়ার্কশপে সাক্ষ্য-ভিত্তিক নীতি নির্ণয় পরিচালনার ক্ষেত্রে জন-তথ্যকে উদ্ভুত অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বিত করলে, তা যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে ব্যাপারে সকলে সহমত প্রকাশ করেছেন।
SC/AB/DM.
(Release ID: 2114955)
Visitor Counter : 17