আয়ুষ
মানবকল্যাণ এবং ঐতিহ্যের মেলবন্ধন : মেঘালয়ের ‘লিভিং রুট ব্রিজ’-এ যোগাসন
Posted On:
24 MAR 2025 3:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৫
ভারতের অনন্য প্রাকৃতিক বিস্ময়- মেঘালয়ের ‘ডবল ডেকার লিভিং রুট ব্রিজ’ বা দ্বিতল জীবন্ত শ্বাসমূল সেতুর ওপর আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫-এর আগেই যোগাভ্যাস সমারোহের আয়োজন করল নর্থ ইস্টার্ন ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ অ্যান্ড হোমিওপ্যাথি-এনইআইএএইচ। কুয়াশাঘেরা পাহাড়, জলপ্রপাতের কলতান এবং প্রাচীনত্বের ছোঁয়া লাগা পরিবেশে তা হয়ে উঠলো ঐতিহ্য, প্রকৃতি এবং মানবকল্যাণের অপূর্ব এক মেলবন্ধন।
অংশগ্রহণকারীদের কাছে এই সমারোহ নিছক এক যোগাভ্যাস অনুষ্ঠানের আয়োজনই হয়ে রইল না, তাঁরা উপলব্ধি করলেন প্রকৃতি এবং মানবাত্মার সম্মিলিত শক্তিকে। বহু ঝড়ঝাপটার সাক্ষী, খাশি কারুকলায় নির্মিত এই সেতু সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। যোগাভ্যাসও ধৈর্য, শক্তি এবং ভারসাম্যের বার্তা দেয়। সনাতন প্রজ্ঞা ও মানবকল্যাণের আধুনিক ধারণার মিশেল কিভাবে পরিবেশবান্ধব মননশীল জীবন-যাপনের পথ দেখাতে পারে তার উদাহরণ হয়ে রইল এই আয়োজন।
লিভিং রুট ব্রিজ ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় জায়গা পাওয়ার দাবিদার। তা তৈরি হয়েছে রবার গাছের শ্বাসমূল বুনে। এই জীবনপথ আরও শক্তিশালী হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে।
২০১৪ সালে ২১জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। বিভিন্ন বিখ্যাত অঞ্চলে যোগাভ্যাস অনুষ্ঠানের আয়োজন করে এই সনাতন জীবনচর্যাকে বিশ্বের সামনে আরও বেশি করে তুলে ধরেছে ভারত। তাজমহল, কোনারকের সূর্যমন্দির, গেটওয়ে অফ ইন্ডিয়া, লালকেল্লা-এইসব জায়গায় যোগাভ্যাস অনুষ্ঠানের আয়োজন ইতিহাস, সংস্কৃতি ও মানবকল্যাণের বার্তা দিয়েছে। এই তালিকায় যুক্ত হল মেঘালয়ের লিভিং রুট ব্রিজ।
আন্তর্জাতিক যোগদিবস ২০২৫-এর প্রস্তুতি শুরু হয়েছে। এই ধরনের অনুষ্ঠান যোগাভ্যাসের উপকারিতার পাশাপাশি ভারতের সমৃদ্ধ প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সারাবিশ্বের সামনে তুলে ধরবে অবশ্যই। বহুদিনের পুরোনো মেঘালয়ের জীবন্ত শিকড় সেতুতে যোগাভ্যাসের আয়োজন বার্তা দিল যে এই জীবনচর্যা চার দেওয়ালে সীমাবদ্ধ থাকার নয় মোটেও : তা সারাবিশ্বের, প্রকৃতির এবং ভারসাম্য ও মানবকল্যাণের আদর্শে চালিত প্রতিটি মানুষের।
SC/ AC /AG
(Release ID: 2114741)
Visitor Counter : 14