জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্নোত্তরপর্ব : নতুন জল শোধন প্ল্যান্ট স্থাপন

Posted On: 24 MAR 2025 12:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ , ২০২৫

 

২০১৯ সালের অগাস্ট থেকে জল জীবন মিশন (জেজেএম)-এর হর ঘর জল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রাজ্যগুলির সঙ্গে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য হল, গ্রামাঞ্চলে নিয়মিতভাবে যথাযথ পরিমাণ নলবাহিত জল সরবহার করা। দীর্ঘমেয়াদী এই প্রকল্পে, রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) ১০৫০০ অনুসারে প্রকল্প বাস্তবায়ন করা হয়। জল যেহেতু রাজ্যের এক্তিয়ারভুক্ত তাই এই সংক্রান্ত প্রকল্পের পরিকল্পনা, অনুমোদন, বাস্তবায়ন, পরিচালন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের। সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজ নিজ অঞ্চলের চাহিদা অনুযায়ী প্রযুক্তি ব্যবহার করে জল শোধন করে।

২০২৩-এর মার্চ মাসে নতুন নতুন প্রযুক্তির তথ্য সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করা হয়। ওই পুস্তিকায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও জলের গুণমানের কারণে কোনো কোনো গ্রাম নির্দিষ্ট কোনো সমস্যার সম্মুখীন হলে সেই বিষয়টিও ওই পুস্তিকায় স্থান পেয়েছে। প্রযুক্তি এবং আর্থিক দিকগুলি বিবেচনা করে বিভিন্ন রাজ্য জল শোধনের প্ল্যান্ট বসিয়েছে। জেজেএম-এর আওতায় ৩৫,৫৭৮টি জল শোধন প্ল্যান্ট বসানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৫৪৩টি, ত্রিপুরায় ৪৪৫টি, আসামে ১৭,৭৬২টি প্ল্যান্ট বসানো হয়েছে। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন জলশক্তি দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী ভি সোমান্না।  

 

SC/CB/NS…


(Release ID: 2114649) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi , Tamil