নির্বাচনকমিশন
নির্বাচন পরিচালনা সংক্রান্ত ভুটানের উচ্চ ও মাঝারি স্তরের নির্বাচনী আধিকারিকদের দু’সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচি
प्रविष्टि तिथि:
23 MAR 2025 5:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ মার্চ, ২০২৫
নতুন দিল্লির আইআইআইডিইএম-এ ভুটানের উচ্চ ও মাঝারি স্তরের নির্বাচনী আধিকারিকদের দু’সপ্তাহের এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১০ থেকে ২১ মার্চ পর্যন্ত চলা এই কর্মসূচিতে ৪০ জন আধিকারিক যোগ দেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য দুই কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু ও ডঃ বিবেক যোশী ১৮ মার্চ ভুটানের নির্বাচন কমিশনার উগিয়েন চেওয়াং-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী টি এস কৃষ্ণমূর্তি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
SC/MP/SB…
(रिलीज़ आईडी: 2114642)
आगंतुक पटल : 27