শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক বাজারে ভারতের গোলি পপ সোডা

Posted On: 23 MAR 2025 11:26AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ মার্চ ২০২৫

 

এবার আন্তর্জাতিক বাজারে ঢুকে পড়ল ভারতের গোলি পপ সোডা। আগের ভারতীয় গোলি সোডার নাম বদলে এখন এই নতুন নামেই জনপ্রিয় পানীয়কে আন্তর্জাতিক বাজারে ছাড়া রয়েছে। এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীন এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (এপিইডিএ)। 

 

 

আন্তর্জাতিক বাজারে এই ভারতীয় পানীয়টির বিশেষ চাহিদা তৈরি হয়েছে। ইতিমধ্যে আমেরিকা, ব্রিটেন, ইউরোপ এবং উপসাগরীয় দেশগুলিতে এই পানীয়টি পরীক্ষামূলকভাবে পাঠানো হয়েছে। ৪ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে গোলি পপ সোডা আন্তর্জাতিক বাজারে ছাড়া হয়। বহুজাতিক সংস্থার পানীয়গুলির রমরমার কারণে গোলি সোডা বাজার থেকে হারিয়ে গিয়েছিল। লন্ডনে ১৭ থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত আন্তর্জাতিক খাদ্য ও পানীয় সংক্রান্ত এক প্রদর্শনীতে গোলি পপ সোডা তুলে ধরা হয়। 

 

গোলি সোডা বা গোলি পপ সোডা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি পানীয়ের ক্ষেত্রে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য ও শিল্পের বার্তা বহন করে চলেছে। 

 

 

SC/MP/AS


(Release ID: 2114204) Visitor Counter : 37