বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
সংসদের প্রশ্ন : মেয়েদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য সরকারি পরিকল্পনা
Posted On:
20 MAR 2025 4:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ মার্চ, ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ ২০১৯-২০ সাল থেকে মেধাবী মেয়েদের বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি ও গণিত (এসটিইএম) ক্ষেত্রে উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং কর্মজীবনে উৎসাহিত করার জন্য বিজ্ঞান জ্যোতি কর্মসূচি বাস্তবায়িত করেছে। এই কর্মসূচির লক্ষ্যই হল বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে প্রতিভাবানদের সংখ্যা বৃদ্ধি করে বছরভর হাতে-কলমে অভিজ্ঞতামূলক শিক্ষামূলক আলোচনা, গবেষণা ও উন্নয়ন এবং শিল্প ভিত্তিক পরীক্ষাগার পরিদর্শনের মতো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এসটিইএম-এ লিঙ্গসমতা বৃদ্ধি করা। বিজ্ঞান জ্যোতি কর্মসূচি চালু হওয়ার পর থেকে ৩৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০০টি জেলার ৮০,০০০-এরও বেশি মেয়ে উপকৃত হয়েছে। এর প্রভাবকে আরও জোরদার করে তোলার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান, সিএসআইআর ল্যাব এবং অন্যান্য স্বনামধন্য সংস্থা সহ ২৫০টিরও বেশি শীর্ষস্থানীয় জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে, যাঁরা জ্ঞান অংশীদার হিসেবে কাজ করছে। এতে এসটিইএম ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণকে আরও শক্তিশালী করে তুলেছে।
এই প্রকল্প থেকে পশ্চিমবঙ্গে ২০২২-২৩ সালে ৯২৫, ২০২৩-২৪ সালে ৯৯৮ এবং ২০২৪-২৫ সালে ১০৮৩ জন মেয়ে সাহায্য পেয়েছে।
রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।
SC/SS/SKD
(Release ID: 2113920)
Visitor Counter : 14