বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
ভারতের নিজস্ব নিরাপদ ও সুরক্ষিত ব্রাউজার, উদ্যোগ বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের
Posted On:
20 MAR 2025 8:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ মার্চ, ২০২৫
আত্মনির্ভর ভারতের লক্ষ্যে নিজস্ব নিরাপদ ও সুরক্ষিত ব্রাউজার তৈরির উদ্যোগ নিয়েছে ভারত। এই উদ্যোগের লক্ষ্য হ’ল – ভারতকে ডিজিটাল ক্ষেত্রে স্বনির্ভর করে তোলা। বর্তমানে ভারতের তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে ২৮২ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় হয়ে থাকে।
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের লক্ষ্য হ’ল – হার্ডওয়্যার ও সফটওয়্যার সামগ্রীর ক্ষেত্রে দেশকে সম্পূর্ণভাবে স্বনির্ভর করে তোলা।
২০ মার্চ বিশ্ব সুখী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইন্ডিয়ান ওয়েব ব্রাউজার ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ (আইডব্লিউবিডিসি) পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। শ্রী বৈষ্ণব বলেন, দেশীয় প্রযুক্তিতে ওয়েব ব্রাউজার তৈরির লক্ষ্যে আইডব্লিউবিডিসি-এর সূচনা করা হয়েছে। এতে স্টার্টআপ, ছাত্রছাত্রী এবং গবেষকদের কাছ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে।
ইন্টারনেট সংক্রান্ত কার্যকলাপ যেমন ই-মেল, ই-অফিস, অনলাইন লেনদেনের ক্ষেত্রে ওয়েব ব্রাউজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর বহুবিধ উপকারিতাও রয়েছে। প্রথমত, এটি ডেটা সুরক্ষা সুনিশ্চিত করে। এছাড়া, এই ব্রাউজার উইন্ডোজ, অ্যান্ড্রয়েড সহ প্রধান প্রধান প্ল্যাটফর্মগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
শ্রী বৈষ্ণব বলেন, ডিজিটাল ক্ষেত্রে ভারতকে পুরোপুরি স্বনির্ভর করার লক্ষ্যে প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ হ’ল – এই ব্রাউজারের উদ্ভাবন।
SC/MP/SB
(Release ID: 2113624)
Visitor Counter : 30