উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
এরি রেশমের শংসাপত্র প্রদানের ব্যবস্থাপনা
प्रविष्टि तिथि:
20 MAR 2025 2:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ মার্চ, ২০২৫
উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অধীনস্ত নর্থ-ইস্টার্ন হ্যান্ডিক্র্যাফটস্ অ্যান্ড হ্যান্ডলুমস্ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড জার্মানী থেকে এরি রেশমের জন্য ওয়েকো – টেক্স শংসাপত্র প্রদানের ক্ষমতা সম্বলিত অনুমতি পেয়েছে। বস্ত্র শিল্পের ক্ষেত্রে এই শংসাপত্রটি অত্যন্ত জরুরি। কারণ, বিশ্ব জুড়ে এটিকেই মান্যতা দেওয়া হয়। বস্ত্র শিল্পের উৎপাদিত সামগ্রীর মধ্যে কোনও রকমের ক্ষতিকারক পদার্থ রয়েছে কিনা, সে সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর ওয়েকো টেক্স শংসাপত্র প্রদান করা হয়।
ওয়েকো টেক্স শংসাপত্র প্রদানের ক্ষমতা অর্জনের ফলে আন্তর্জাতিক স্তরে বস্ত্র শিল্পে এরি রেশমের বাজারজাত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা হবে। এর ফলে, আন্তর্জাতিক স্তরে নিরাপদ উপাদান হিসেবে এরি রেশম শংসাপত্র পেলে বিদেশে ক্রেতারা সেটি সহজেই কিনবেন। ফলস্বরূপ, ভারতীয় রপ্তানীকারকরা পরিবেশ-বান্ধব এবং রাসায়নিক পদার্থ মুক্ত পণ্য সামগ্রী আন্তর্জাতিক বাজারে সরবরাহ করতে পারবেন। ওয়েকো টেক্স শংসাপত্রের ফলে এরি রেশম বিদেশের গ্রাহকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে।
এরি রেশম শিল্প চিরায়ত পদ্ধতিতে অসংগঠিতভাবে পরিচালিত হয়। কেন্দ্রীয় রেশম পর্ষদের মাধ্যমে এই শিল্পের উন্নতি ও আধুনিকীকরণের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।
সেন্ট্রাল মুগা অ্যান্ড এরি রিসার্চ ইন্সটিটিউট আসামের লালদইগড়ে এরি রেশম নিয়ে গবেষণা ও উন্নয়নমূলক বিভিন্ন কাজ করছে। এর ফলে, এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া যাবে। এক্ষেত্রে এরি রেশম শিল্পের মানোন্নয়নে বিভিন্ন উদ্ভাবনমূলক পদক্ষেপ এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। উন্নতমানের রেশম পেতে গুটিপোকার চাষ এবং সেগুলির রক্ষণা-বেক্ষণের জন্য নানাধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ সময়কালে দ্বিতীয় পর্যায়ের সিল্ক সমগ্র প্রকল্পের বাস্তবায়নে দেশ জুড়ে বিভিন্ন রেশম শিল্পের সার্বিক মানোন্নয়ন ঘটানো হচ্ছে। এরি রেশমও এর আওতাভুক্ত।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
SC/CB/SB…
(रिलीज़ आईडी: 2113315)
आगंतुक पटल : 41