মহাকাশদপ্তর
গগনযানের জন্য নির্বাচিত এক মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আমন্ত্রিত, চন্দ্রযান- ৪ হবে উচ্চতর প্রযুক্তিতে সমৃদ্ধঃ লোকসভায় ডঃ জিতেন্দ্র সিং
Posted On:
19 MAR 2025 4:56PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৯ মার্চ ২০২৫
মহাকাশে আগামী দিনে ভারতের মানববাহী উপগ্রহ গগনযানের জন্য নির্বাচিত মহাকাশচারীদের একজন, গ্রুপ ক্যাপ্টেন শুক্লাকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আমন্ত্রণ জানানো হয়েছে। বাকিরা জোরদার প্রস্তুতি নিচ্ছেন। লোকসভায় আজ একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চন্দ্রযান-৪ অভিযানে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে- যা ডকিং এবং চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন করবে অধিকতর দক্ষতার সঙ্গে। ২০৪০ নাগাদ নিজস্ব মহাকাশ কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য রেখেছে ভারত।
৩০০ দিনেরও বেশি মহাকাশে থাকার পর সুনিতা উইলিয়ামস এবং তাঁর সহ-মহাকাশচারীর পৃথিবীতে প্রত্যাবর্তন একইসঙ্গে অত্যন্ত গর্বের ও স্বস্তির বলে ডঃ সিং মন্তব্য করেন। সুনিতা উইলিয়ামসকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি লিখেছেন বলেও ডঃ সিং জানান। তিনি আরও বলেন, ২০০৭-এ সুনিতা শেষ বার ভারতের এসেছিলেন- তখন শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
চন্দ্রযান-৪ অভিযান মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে আরও অনেক এগিয়ে দেবে বলে ডঃ জিতেন্দ্র সিং আশাবাদী। চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠাতে সরকার উদ্যোগী বলেও ডঃ সিং জানিয়েছেন।
চন্দ্রযান-৪ কর্মসূচিতে ১২টি উৎপেক্ষণ যান ব্যবহার করা হবে। উপগ্রহটির মোট ৫টি ভাগ থাকবে। চান্দ্রেয় কক্ষপথে পৌঁছনোর পর এগুলি বিভক্ত হয়ে যাবে। এর একটি অংশ নামবে চন্দ্রপৃষ্ঠে। বাকি অংশগুলি ফের যুক্ত হয়ে ফিরে আসবে পৃথিবীতে।
শুধু মহাকাশ অভিযান নয়, নগর পরিকল্পনা, বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্য পরিচর্যা এবং কৃষির মতো ক্ষেত্রেও মহাকাশ প্রযুক্তির ভূমিকা বেড়ে চলেছে বলে ডঃ সিং মনে করিয়ে দেন।
SC/AC/CS…
(Release ID: 2113201)
Visitor Counter : 29