কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

আধিকারিকদের জনসেবা ও দেশ গঠনের কাজে আরও উদ্যোগী করে তুলতে কয়লা মন্ত্রকের কর্মসূচি

Posted On: 19 MAR 2025 11:12AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৫ 

 

আধিকারিকদের জনসেবা ও দেশ গঠনের কাজে আরও উদ্যোগী করে তুলতে রাষ্ট্রীয় কর্মযোগী কর্মসূচির আওতায় কয়লা মন্ত্রকের বিশেষ কার্যক্রমের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হ’ল। ১২০ জনেরও বেশি আধিকারিক এতে যোগ দেন। তাঁদের নিয়ে ৪টি প্রশ্নোত্তর-ভিত্তিক প্রশিক্ষণ অধিবেশনের আয়োজন করা হয়। 
কয়লা মন্ত্রকের যুগ্মসচিব শ্রী বিপি পতি কর্মসূচিটির উদ্বোধন করেন। ভাষণে তিনি বলেন, জনসেবার ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি দায়িত্ববোধের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। 
নতুন দিল্লির সিভিল সার্ভিসেস অফিসার্স ইন্সটিটিউট – এ ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এবং ১১ ও ১২ মার্চ এই আয়োজনে নীতি প্রণয়ন, পরিষেবা প্রদান ও নাগরিক-কেন্দ্রিক প্রশাসন নিয়ে বিশদে আলোচনা হয়। আধিকারিকদের  মূল্যবান পরামর্শ দেন কয়লা মন্ত্রকের উপসচিব শ্রী সুধীর  বাবু মোটানা  এবং শ্রী রাম কুমার। উপস্থিত ছিলেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের (প্রোগ্রাম কো-অর্ডিনেটর)  শ্রী উজাইর সিমনানি। সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন মন্ত্রকের উপসচিব শ্রী বিজয় সামন্ত। 

 

SC/AC/SB


(Release ID: 2112709) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi , Tamil