জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

জেজেএম-এর অধীন কাজের লক্ষ্যমাত্রা এবং গৃহীত অভিযোগ সমূহ নিয়ে সংসদে প্রশ্ন

Posted On: 17 MAR 2025 4:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মার্চ , ২০২৫

 

দেশজুড়ে গ্রামাঞ্চলের সমস্ত বাড়িতে পাইপ বাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ২০১৯-এর অগাস্ট থেকে জল জীবন মিশন (জেজেএম)- হর ঘর জল রূপায়ণ করছে। 

প্রকল্পের একেবারে শুরুতে ৩.২৩ কোটি অর্থাৎ ১৬.৭ শতাংশ গ্রামাঞ্চলের বাড়িতে পাইপ বাহিত বিশুদ্ধ পানীয় জল সংযোগ ছিল। ১২.০৩.২০২৫-এ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দেওয়া রিপোর্টের ভিত্তিতে দেখা যাচ্ছে, জল জীবন মিশন (জেজেএম)- হর ঘর জল প্রকল্পের অধীন প্রায় ১২.২৯ কোটি গ্রামাঞ্চলের অতিরিক্ত বাড়িতে পাইপ বাহিত বিশুদ্ধ পানীয় জল সংযোগ দেওয়া হয়েছে। ফলে দেশের ১৯.৩৬ কোটি গ্রামাঞ্চলের বাড়ির ১৫.৫২ কোটিরও বেশি অর্থাৎ ৮০.১৫ শতাংশ এই জল সংযোগ পেয়েছে। বাকি ৩.৮৪ কোটি গৃহে এই সংযোগ দেওয়ার কাজ নানান স্তরে রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২৫-২৬-এর বাজেট ভাষণে জল জীবন মিশনের মেয়াদকে ২০২৮ পর্যন্ত বাড়ানোর কথা জানান। এজন্য অতিরিক্ত অর্থ বরাদ্দও করা হয়েছে। 

রাজ্যগুলি জানিয়েছে বিভিন্ন কারণে এই প্রকল্পের রূপায়ণ বিলম্বিত হয়েছে। ভূ-প্রাকৃতিক কারণ ছাড়াও বিভিন্ন অনুমোদন সংক্রান্ত ছাড়পত্র পাওয়াতে এই বিলম্ব বলে জানানো হয়েছে। বিভিন্ন জলসঙ্কটাপন্ন রাজ্য এবং মরুভূমি অঞ্চলে পরিশ্রুত পানীয় জল পাওয়াটাই একটা বড় সমস্যা। গ্রামাঞ্চলের নানা জায়গায় বসতিগত ভারসাম্যের অভাব রয়েছে। নানা ক্ষেত্রে কারিগরি অভাব চিহ্নিত করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় কাঁচামালের দাম বাড়ায় প্রয়োজনীয় আর্থিক সংস্থানে বিলম্ব ঘটছে। এই জাতীয় নানাবিধ সমস্যা এই জল জীবন মিশনের ক্ষেত্রে দেখা দিয়েছে। 

এই জাতীয় সমস্যাগুলির সর্বাত্মক মোকাবিলায় ভারত সরকার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। মূলধনী খরচের ক্ষেত্রে রাজ্য সরকারগুলিকে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমস্যা নিরসনে আলোচনার জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়াও “নল জল মিত্র কর্মসূচি”র অধীন গ্রামাঞ্চলে দক্ষ কারিগর যাতে পাওয়া যায় তা সুনিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যগুলিকেও বর্ষার জল ধরে রাখা, নিকাশী জলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার ব্যবস্থা করা, ভূগর্ভস্থ জলাধারগুলির জলস্তর বৃদ্ধির ব্যবস্থা করা, বিভিন্ন জলাধারগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ সহ নানাবিধ ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

জল যেহেতু রাজ্যের বিষয়, তাই পানীয় জল সরবরাহের ক্ষেত্রে পরিকল্পনা ও রূপায়ণের সম্পূর্ণ দায়িত্বভার রাজ্যের। কেন্দ্রীয়ভাবে জল সরবরাহ প্রকল্পকে ঘিরে বিভিন্ন অভিযোগ এবং তার নিষ্পত্তিগত নানা বিষয় সংশ্লিষ্ট রাজ্যগুলির জল সরবরাহ দপ্তরগুলিকে নিয়মিত ভিত্তেতে জানানো হচ্ছে। 

রাজ্যসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন, জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী ভি সোমান্না। 

রাজ্যগতভাবে গ্রামাঞ্চলের বাড়িগুলিতে পাইপ বাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেজেএম প্রকল্প রূপায়ণে শতকরা ১০০ ভাগ সাফল্য অর্জন করেছে ১৩টি রাজ্য। গুজরাট, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, পাঞ্চাব, তেলেঙ্গানা সহ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচলপ্রদেশ, দাদরা নগর হাভেলী এবং দমন ও দিউ, গোয়া, মিজোরাম, পুদুচারি এর মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গে এই প্রকল্প রূপায়ণের হার ৫৪.৯৩ শতাংশ। সব থেকে পিছিয়ে রয়েছে কেরালা। এখানকার হার ৫৪.৩৮ শতাংশ। 

 


SC/AB/NS…


(Release ID: 2112177) Visitor Counter : 4


Read this release in: English , Urdu , Hindi , Tamil