প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক

प्रविष्टि तिथि: 17 MAR 2025 3:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৫

 

নতুন দিল্লিতে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ডের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকের পর জারি হওয়া যৌথ বিবৃতির উপর ভিত্তি করে এই বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও প্রসারিত করার কথা বলা হয়েছে।

যৌথ সামরিক মহড়া প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহ-শৃঙ্খল মজবুত করা এবং সমুদ্রপথ সহ বিভিন্ন পরিসর সংক্রান্ত তথ্যের পারস্পরিক আদান-প্রদানের উপর আজকের বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবনমূলক উদ্যোগকে জোরদার করার কথাও বলা হয়।

ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অনুরাগের জন্য তুলসী গাবার্ড’কে ধন্যবাদ জানান প্রতিরক্ষা মন্ত্রী।

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2111867) आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Tamil