স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অতিমারির প্রস্তুতি নিয়ে কোয়াড কর্মশালার উদ্বোধন করেছেন
Posted On:
17 MAR 2025 11:44AM by PIB Kolkata
নতুন দিল্লি ১৭ মার্চ ২০২৫
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া সিং প্যাটেল আজ এখানে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অতিমারির প্রস্তুতি নিয়ে কোয়াড কর্মশালার উদ্বোধন করেছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত ৩ দিনের এই কর্মশালার উদ্দেশ্য, বিশ্বে স্বাস্থ্য পরিষেবায় জরুরি পরিকাঠামো শক্তিশালী করা, স্বাস্থ্যের পক্ষে আশঙ্কাজনক যা, তার মোকাবিলায় প্রস্তুতি এবং সহনশীলতা বৃদ্ধি করা এবং অতিমারির মোকাবিলায় সমন্বিত প্রয়াস নিশ্চিত করা। এর পাশাপাশি বহু ক্ষেত্রীয় মাধ্যমে মানুষ, প্রাণী এবং পরিবেশের স্বাস্থ্য রক্ষাও এর উদ্দেশ্য।
সমাবেশে ভাষণে শ্রীমতী প্যাটেল বলেন, “সাম্প্রতিককালে নতুন নতুন ব্যাধির উদ্ভব এবং অনেক ব্যাধির পুনঃসংক্রমণে প্রস্তুতি জোরদার করা, নজরদারি বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক সমন্বিত প্রয়াস জরুরি হয়ে পড়েছে বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে।”
অতিমারির বিরুদ্ধে প্রস্তুতিতে এবং মোকাবিলায় ভারতের দায়বদ্ধতা তুলে ধরে শ্রীমতী প্যাটেল জানান, “অতিমারি তহবিল গঠনে ভারত ১০ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। এছাড়াও দীর্ঘমেয়াদে কাজ চালানোর জন্য অতিরিক্ত ১২ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।”
শ্রীমতী প্যাটেল জানান, ভারত ডিজিটাল হেল্থ উদ্যোগ নিয়ে এগোচ্ছে। স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তির ব্যবহার করছে। সুস্থায়ী তথ্য সমৃদ্ধ ব্যবস্থা গঠন করেছে। বর্তমান এবং ভবিষ্যতের স্বাস্থ্য সংকট এবং জলবায়ু সমস্যা এই দুটিরই মোকাবিলায় এই প্রয়াস গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দৃঢ় এবং অতিমারির মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য ব্যবস্থা গড়ার লক্ষ্যে ভারত একটি সার্বিক জরুরি স্বাস্থ্য সমন্বয় কাঠামো গঠন করেছে, যার লক্ষ্য ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইল্যান্স পোগ্রাম (আইডিএসপি), ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (এনভিবিডিসিবি)-র মতো স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন উদ্যোগ নেওয়ার মাধ্যমে প্রস্তুতি মোকাবিলা এবং সহনশীলতা বৃদ্ধি।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (এবিডিএম)-এর মতো উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করছে এবং তত্বাবধান ও ব্যবস্থাপণার জন্য কো-উইন প্ল্যাটফর্ম, ই-সঞ্জীবনী, ন্যাশনাল টেলি মেডিসিন সার্ভিস ইত্যাদি ব্যবহার করছে। তিনি বলেন, “আমাদের শক্তিশালী ডিজিটাল ব্যাধি পর্যবেক্ষণ ব্যবস্থা অন্য দেশের কাছেও মূল্যবান মডেল হতে পারে জনস্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে।”
শ্রীমতী প্যাটেল বলেন, ডিজিটাল স্বাস্থ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারত আলোকবর্তিকা হিসেবে একাধিক আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়ে আলোচনায় সামনে থেকেছে। ভারত ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) অন্য দেশের সঙ্গে বিশেষ করে গ্লোবাল সাউথের বন্ধু দেশগুলির সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছুক। স্বাস্থ্য ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে বিদেশ মন্ত্রকের সহযোগিতায় ভারত পাঠ্যক্রম এবং ক্ষমতা বর্ধনের প্রশিক্ষণ দিতে আগ্রহী বলেও তিনি জানান।
ভাষণের শেষে তিনি জোর দেন স্বাস্থ্য বিষয়ে উদ্যোগে একতা এবং সমন্বয়ের গুরুত্বের ওপর, যাতে সকলের জন্য সুরক্ষিত, সুস্থ ভবিষ্যৎ গড়া যায়।
SC/AP/CS
(Release ID: 2111736)
Visitor Counter : 16