যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
জেএলএন স্টেডিয়ামে ফিট ইন্ডিয়া কার্নিভালের উদ্বোধন করবেন ডঃ মনসুখ মাণ্ডভিয়া
Posted On:
15 MAR 2025 5:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ মার্চ, ২০২৫
নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ১৬ মার্চ ফিট ইন্ডিয়া কার্নিভালের সূচনা হতে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডভিয়া, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমতী রক্ষা খাড়সে, বলিউড তারকা আয়ুষ্মান খুরানা প্রমুখ।
২০ থেকে ২৭ মার্চ পর্যন্ত দিল্লিতে হতে চলা খেলো ইন্ডিয়া প্যারা গেমস-এর ম্যাসকট, লোগো এবং সঙ্গীত এই অনুষ্ঠানে প্রকাশ আনা হবে।
সুস্বাস্থ্য এবং কর্মচঞ্চল জীবনযাপনের লক্ষ্যে ১৬, ১৭ এবং ১৮ মার্চ দিল্লিতে তিন দিনের ফিট ইন্ডিয়া কার্নিভালের আয়োজন করা হয়েছে। এতে থাকছে, সাইক্লিং, ক্রিকেট বোলিং সহ বিভিন্ন ধরনের ক্রীড়া। এই কার্নিভালে অংশ নেবেন চিকিৎসক, পুষ্টিবিদ এবং মনস্তাত্বিকরাও।
SC/MP/NS….
(Release ID: 2111686)
Visitor Counter : 6