লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

লোকসভার অধ্যক্ষ : মাদাগাস্কার বিশ্বস্ত বন্ধু এবং ভারত মহাসাগর অঞ্চলে ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার

Posted On: 12 MAR 2025 4:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২  মার্চ, ২০২৫


লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ মাদাগাস্কারকে বিশ্বস্ত বন্ধু হিসেবে এবং উন্নয়নের পথে একজন চিরকালীন সঙ্গী হিসেবে ভারত কতটা সম্মান করে তা তুলে ধরেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, ‘এসএজিএআর’ (সিকিউটিরি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিওন) দর্শনের সঙ্গে সঙ্গতি রেখে মাদাগাস্কার ভারত মহাসাগর অঞ্চলে ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু। এই অমূল্য অংশীদারিত্ব আঞ্চলিক স্থিরতাকে শক্তিশালী করতে এবং অঞ্চল জুড়ে অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখতে প্রয়োজনীয় ভূমিকা নিয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

আজ সংসদ ভবন চত্বরে মাদাগাস্কারের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট শ্রী জাস্টিন টোকলির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রী বিড়লা এই মন্তব্য করেন। ভারত এবং মাদাগাস্কারের সম্পর্ক ঐতিহাসিকভাবেই দৃঢ় এবং দুই দেশই শতাব্দী প্রাচীন বাণিজ্য, সংস্কৃতি এবং পারস্পরিক যোগাযোগের ইতিহাসের ধারক বলে উল্লেখ করেছেন শ্রী বিড়লা।   

‘বসুধৈব কুটুম্বকম’  নীতি মেনে ভারত প্রতিবেশী দেশকে সবসময় বিশেষ করে বিপর্যয়ের সময়ে সাহায্য করতে এগিয়ে আসে বলে তিনি জানান। এই সূত্রে শ্রী বিড়লা মাদাগাস্কারকে মানবিক সহায়তা দিতে ভারতের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারত মাদাগাস্কারের সমৃদ্ধি এবং আর্থ – সামাজিক উন্নয়নে একাধিক প্রকল্পে সহায়তা করেছে। যার থেকে বোঝা যায় পারস্পরিক সহায়ক উন্নয়নের জন্য ভারতের দায়বদ্ধতা। দুদেশের বন্ধুত্বকে জোরালো করতে মাদাগাস্কারে বসবাসকারী ভারতীয়দের উল্লেখযোগ্য ভূমিকার কথা বলেন শ্রী বিড়লা। মাদাগাস্কারে প্রথম ‘জয়পুর ফুট ক্যাম্প’ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন শ্রী বিড়লা।

শ্রী বিড়লা বলেন, ভারত পৃথিবীর প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র এবং গণতন্ত্রের জননীর মর্যাদা বহন করে চলেছে। হাজার হাজার বছর আগেও ভারতে মানুষের জন্য যৌথ সিদ্ধান্ত নিত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি। যা নিয়ে তিনি বলেন, ভারতের গণতন্ত্র শুধুমাত্র একটি প্রশাসনিক ব্যবস্থা নয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যেরও মূলে। শ্রী বিড়লা বলেন, ১৯৫২-য় স্বাধীন ভারতের প্রথম নির্বাচন থেকে ভোটদাতার সংখ্যা বেড়েই চলেছে যা ২০২৪-এর সাধারণ নির্বাচনে ৬৬ শতাংশ হয়েছে। এতে প্রমাণিত হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতীয়দের বেড়ে চলা আস্থা। অধ্যক্ষ মাদাগাস্কারের প্রতিনিধি দলকে ভারতীয় সংসদের কাজকর্ম এবং বাজেট অধিবেশন সম্পর্কে অবহিত করেন। 

শ্রী জাস্টিন টোকলে  আমন্ত্রণ জানানোর জন্য এবং আন্তরিক আতিথেয়তার জন্য শ্রী বিড়লাকে ধন্যবাদ জানান। ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এবং প্রযুক্তিতে আধিপত্যের প্রশংসা করেন তিনি। শ্রী টোকলে বলেন, কৃষি, সামুদ্রিক নিরাপত্তা, স্বাস্থ্য এবং শিক্ষায় দুই দেশের স্বার্থ জড়িয়ে। তাঁর আশা দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সংসদীয় সহযোগিতা আরও বাড়বে এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হবে।

 

SC/AP /SG


(Release ID: 2111201)