বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্নোত্তর : খেতা এমব্রয়ডারির প্রসার

Posted On: 11 MAR 2025 12:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২৫


কেন্দ্রীয় বস্ত্র ও বয়ন মন্ত্রকের ডেভেলপমেন্ট কমিশনার (হস্তশিল্প) শাখা দেশে হস্তশিল্পের প্রসারে ২ টি কর্মসূচির কাজ এগিয়ে নিয়ে চলেছে – ন্যাশনাল হ্যান্ডিক্রাফটস ডেভেলপমেন্ট প্রোগাম (এনএইচডিপি) এবং কম্প্রিহেনশিপ হ্যান্ডিক্রাফটস ক্লাস্টার ডেভেলপমেন্ট স্কিম (সিএইচসিডিএস)। বিহারের কিষাণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে এই সব উদ্যোগের আওতায় কারুশিল্পীরা বিপণন, দক্ষতায়ন, পরিকাঠামো ও প্রযুক্তিগত সহায়তা পাচ্ছেন। গবেষণার ক্ষেত্রেও আগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিহারের কিষাণগঞ্জের খেতা ও সুজানি এমব্রয়ডারি কর্মীরা এই উদ্যোগে বিশেষভাবে উপকৃত। ২০২২০-২১ থেকে ২০২৪-২৫ সময়কালে ওই অঞ্চলে এই কর্মসূচির সুবাদে উপকৃত হয়েছেন ২৯০ জন কারুশিল্পী। 

উৎপাদিত পণ্যের বিপণনের প্রসারে জাতীয় এবং আন্তর্জাতিক নানা মঞ্চ কাজ করে চলেছে। উদাহরণ হিসেবে গান্ধী শিল্প বাজার, বিভিন্ন প্রদর্শনী ও মেলা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, জি২০, ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সুরজকুন্ড মেলা, ভারত টেক্স ২০২৪ এর উল্লেখ করা যায়।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র ও বয়ন মন্ত্রী শ্রী গিরিরাজ সিং।    

 


SC/AC /SG


(Release ID: 2110171) Visitor Counter : 10


Read this release in: English , Urdu , Hindi , Tamil