শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
ই-শ্রম পোর্টালে অসংগঠিত ক্ষেত্রের প্রায় ৩০ কোটি ৬৮ লক্ষ শ্রমিক নাম নথিভুক্ত করেছেন; এদের মধ্যে মহিলা শ্রমিক ৫৩.৬৮ শতাংশ
प्रविष्टि तिथि:
10 MAR 2025 2:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৫
অসংগঠিত শ্রমিকদের জন্য জাতীয় স্তরে একটি সর্বাঙ্গীন তথ্য ভাণ্ডার গড়ে তুলতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ২০২১ সালের ২৬ অগাস্ট ই-শ্রম পোর্টাল eshram.gov.in – এর সূচনা করে। এই পোর্টালে যাঁরা নাম নথিভুক্ত করবেন, তাঁদের সকলকে আধার নম্বর দিতে হবে। পোর্টালে নাম তোলার পর সংশ্লিষ্ট সকলে একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর পাবেন। গত ৩ মার্চ প্রাপ্ত তথ্যানুযায়ী এই পোর্টালে ৩০ কোটি ৬৮ লক্ষেরও বেশি শ্রমিক তাঁদের নাম নথিভুক্ত করেছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি মহিলা - ৫৩.৬৮ শতাংশ।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ২ কোটি ৬৪ লক্ষ ৩৮ হাজার ৭১১ জন, ত্রিপুরার ৮ লক্ষ ৮৯ হাজার ৩৯৫ জন, আসামের ৭৬ লক্ষ ২৫ হাজার ৪১ জন এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ৩২ হাজার ৯৮৪ জন তাঁদের নাম নথিভুক্ত করেছেন।
বাজেট ঘোষণাকে বাস্তবায়িত করতে ই-শ্রম পোর্টালে সমাজ কল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে পাওয়া যায়, তার জন্য ২০২৪ – এর ২১ অক্টোবর ই-শ্রম ওয়ানস্টপ সলিউশন – এর সূচনা হয়েছে। এর ফলে, অসংগঠিত শ্রমিকরা এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারলে কেন্দ্রীয় সরকারের ১৩টি বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের প্রকল্পগুলির সুবিধা পাবেন। এগুলি হ’ল – প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি বা পিএম-স্বনিধি, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা এমজি-নারেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ, আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা – আর্বান, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনা।
ই-শ্রম পোর্টাল যাতে সহজেই ব্যবহার করা যায়, তার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ৭ জানুয়ারি ভাষিনী প্ল্যাটফর্মের সহযোগিতায় বিশেষ উদ্যোগ নিয়েছে। এখন ২২টি ভারতীয় ভাষায় এই পোর্টাল থেকে তথ্য পাওয়া যাবে। এছাড়াও, ২৪ ফেব্রুয়ারি ই-শ্রম মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। এর ফলে, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
এই পোর্টাল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা বৈঠক করা হয়। ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এবং স্কিল ইন্ডিয়া ডিজিটাল পোর্টালের সঙ্গে সংযুক্তিকরণের পর ই-শ্রমে নতুন নতুন কাজ সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে। পেনশন প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মানদান পোর্টালের সঙ্গে এই পোর্টালকে যুক্ত করা হয়েছে। এছাড়াও, myScheme পোর্টালের সাহায্যে এই পোর্টালের ব্যবহারকারীরা নানা প্রকল্পের বিষয়ে তথ্য জানতে পারবেন। এখানে নাম নথিভুক্ত করতে রাজ্য স্তরের সেবা কেন্দ্র এবং কমনসার্ভিস সেন্টারের সাহায্য নেওয়া যাবে। পাশাপাশি, উমঙ্গ অ্যাপ থেকেও নাম নথিভুক্ত করার সুযোগ থাকছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শ্রীমতী শোভা করন্দলাজে।
SC/CB/SB
(रिलीज़ आईडी: 2109929)
आगंतुक पटल : 103