আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রেস বিজ্ঞপ্তি

Posted On: 10 MAR 2025 12:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০  মার্চ , ২০২৫

 

ভারতের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনাক্রমে রাষ্ট্রপতি, দেশের সংবিধান অনুসারে প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাই কোর্টের জন্য বিচারপতি নিয়োগ করেছেন। 

কলকাতা হাই কোর্টের বিচারপতি শ্রী জয়মাল্য বাগচি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। 

জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাই কোর্টের বিচারপতি হিসেবে তিন অতিরিক্ত বিচারক শ্রী ওয়াসিম সাদিক নার্গল, শ্রী রাজেশ সেখরি এবং মহম্মদ ইউসুফ ওয়ানি নিযুক্ত হয়েছেন। 


SC/ CB /NS…


(Release ID: 2109822) Visitor Counter : 13