প্রতিরক্ষামন্ত্রক
বেঙ্গালুরুতে প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে হ্যাল-এর হাতে এলসিএ এমকে১এ-এর জন্য প্রথম রিয়ার ফিউসেলেজ-টি তুলে দিল ভারতীয় বেসরকারি শিল্প প্রতিষ্ঠান
Posted On:
09 MAR 2025 5:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ মার্চ , ২০২৫
ভারতীয় বেসরকারি সংস্থা আলফা টোকল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রাইভেট লিমিটিডের তৈরি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট এমকে১এ-র জন্য প্রথম রিয়ার ফিউসেলেজ-টি প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর উপস্থিতিতে ৯ মার্চ ২০২৫-এ কর্ণাটকের বেঙ্গালুরুতে এয়ারক্র্যাফ্ট ডিভিশনে তুলে দেওয়া হল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (এইচএএল)-এর হাতে। ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী এই হস্তান্তরকে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের যাত্রায় একটি মাইল ফলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই অনুষ্ঠান প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে ভারতের অগ্রগতি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি করতে সরকারের দায়বদ্ধতার প্রমাণ।
আধুনিক ব্যবস্থা এবং প্রযুক্তির সাহায্যে সশস্ত্র বাহিনীকে লাগাতার শক্তিশালী করার জন্য হ্যাল এবং বেসরকারি ক্ষেত্রের প্রশংসা করেন শ্রী রাজনাথ সিং। তিনি বলেন যে হ্যাল তাদের সুসংহত মডেল এবং কৌশলের সাহায্যে শুধুমাত্র জওয়ানদের শক্তিবৃদ্ধি করছে তাই নয়, বেসরকারি ক্ষেত্রের সঙ্গে হাত মিলিয়ে উৎপাদন এবং গবেষণায় নতুন পথ দেখাচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রী হ্যাল-কে দেশের প্রতিরক্ষা এবং আকাশপথের ফিউসেলেজ বলে উল্লেখ করেন। সেইসঙ্গে বলেন, এল অ্যান্ড টি, আলফা টোকল, টাটা অ্যাডভান্স সিস্টেম্স এবং ভিএম টেকনোলজিস রিয়ার ফিউসেলেজের ভূমিকা পালন করছে হ্যাল-কে সহায়তার মাধ্যমে। তিনি বলেন, “এই ভারতীয় উপাদানের সাহায্যে দেশে নির্মিত বিমান আগামীদিনে নতুন উচ্চতায় পৌঁছবে।”
শ্রী রাজনাথ সিং বলেন, “আমাদের সাহসী আকাশ যোদ্ধারা অমূল্য অবদান রেখেছেন। তাঁদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছে দেশে তৈরি উপকরণ।” তাঁর বিশ্বাস হ্যাল এবং বেসরকারি ক্ষেত্র সব সময় সকল সমস্যা অতিক্রম করে আগামীদিনে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে যাবে।
বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং, হ্যাল-এর সিএমডি ডঃ সুধাংশু ত্রিবেদী, আলফা টোকল-এর সিইও এবং অধিকর্তা ডঃ ডি কে সুনিল, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার বরন সেন প্রমুখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
SC/AP/NS
(Release ID: 2109782)
Visitor Counter : 4