নারীওশিশুবিকাশমন্ত্রক
স্বাস্থ্য ও পুষ্টি চ্যাম্পিয়ন লিউক কুটিনহো নতুন দিল্লির অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেছেন
Posted On:
28 FEB 2025 2:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
স্বাস্থ্য প্রশিক্ষক এবং লিউক কুটিনহো হলিস্টিক হিলিং সিস্টেমের সহ-প্রতিষ্ঠাতা লিউক কুটিনহো পোষণ অভিযান বাস্তবায়নের বিষয় খতিয়ে দেখতে নতুন দিল্লির আরকে পুরমে কুসুমপুর আইসিডিএস প্রকল্পের ৫৫ ও ৫৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেছেন।
সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০ (মিশন পোষণ ২.০) – এর মাধ্যমে অপুষ্টির মোকাবিলায় কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই কর্মসূচির মাধ্যমে সামাজিক আচারণগত পরিবর্তন ও সম্প্রদায়ের অংশগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনের সময় কুটিনহো অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। এছাড়াও, ঐ কেন্দ্রের শিশুদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, এই অঙ্গনওয়াড়ি কর্মীরাই সম্প্রদায়ের অপুষ্টি দূরীকরণে এবং শৈশবের শিক্ষাকে শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
কুটিনহো ‘পোষণ ট্র্যাকার’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সঠিক সময়ে পুষ্টি পরিষেবার বিষয়টি পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্থূলতা বা অতিরিক্ত ওজন কমানো এবং রান্নায় ভোজ্যতেলের ব্যবহার কমানোর বিষয়ে প্রচারাভিযানের প্রশংসা করেন কুটিনহো। পোষণ অভিযানের আওতায় পোষণ মাস ও পোষণ পক্ষকালের মাধ্যমে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তারও প্রশংসা করেন তিনি।
নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের যুগ্মসচিব উল্লেখ করেন যে, চলতি বছরের ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সপ্তম পোষণ পক্ষকাল উদযাপন করা হবে। এই সময়কালে শিশুদের স্থূলতা মোকাবিলায় স্বাস্থ্যকর জীবনযাত্রার উপর জোর দেওয়া হবে। দৈনন্দিন খাদ্য তালিকায় স্থানীয়ভাবে পাওয়া যায়, এমন শাকসব্জির উপর জোর দিয়ে কুটিনহো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি চারাগাছ রোপণ করেন। পোষণ উৎসব সংক্রান্ত একটি বই কুটিনহোর হাতে তুলে দেওয়া হয়।
SC/SS/SB…
(Release ID: 2107017)
Visitor Counter : 9