প্রতিরক্ষামন্ত্রক
ভারতে নির্মীয়মান আন্তর্জাতিক মানের পরিকাঠামোকে ব্যবহার করে অত্যাধুনিক প্রযুক্তির বিকাশে এগিয়ে চলুন : হায়দরাবাদে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে অনুষ্ঠানে বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর
Posted On:
28 FEB 2025 2:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলে ভারতে নির্মীয়মান আন্তর্জাতিক মানের পরিকাঠামো ব্যবহার করে অত্যাধুনিক প্রযুক্তির বিকাশে সচেষ্ট হতে তরুণ প্রজন্মের কাছে আবেদন রেখেছেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে তেলেঙ্গানার হায়দরাবাদে দু’দিনের বিজ্ঞান ও প্রযুক্তি সমারোহ ‘বিজ্ঞান বৈভব’-এর উদ্বোধন করেন তিনি।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যুদ্ধপ্রণালী এখন অনেক বেশি প্রযুক্তি ও প্রকৌশল-ভিত্তিক। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, মেশিন লার্নিং প্রভৃতি ক্ষেত্রে ভারতকে নেতৃস্থানীয় ভূমিকা নিতে হবে। আরও বেশি বৈজ্ঞানিক ভাবধারা গড়ে তুলতে হবে যুব সমাজের মধ্যে। এ প্রসঙ্গে তিনি প্রাক্তন রাষ্ট্রপতি আবুল কালাম আজাদের একটি উক্তি উদ্ধৃত করেন – “বিজ্ঞান একটি অসাধারণ উপহার; তাকে বিকৃত না করে সমাজের কল্যাণে প্রয়োগ করতে হবে।”
দেশের নিরাপত্তা ও বিকাশে আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন প্রতিরক্ষা মন্ত্রী। দেশের যুব সমাজের ক্ষমতাকে পাথেয় করে ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি প্রত্যয়ী।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, নতুন শিক্ষানীতিতে সৃজনশীলতা এবং উদ্ভাবনমূলক চিন্তাভাবনার ওপর জোর দেওয়া হয়েছে। এ বছর জাতীয় বিজ্ঞান দিবসের মূল ভাবনা হল – ‘বিকশিত ভারতের লক্ষ্যে ভারতীয় যুব প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনা ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে নেতৃস্থানীয় ভূমিকা গ্রহণের উপযুক্ত করে তোলা’।
অনুষ্ঠানে ভাষণ দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী শ্রী এ রেবন্ত রেড্ডি।
এই উদ্যোগের অঙ্গ হিসেবে আয়োজিত প্রদর্শনীতে ২০০-রও বেশি স্টল রয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে ৩০ হাজার শিক্ষার্থীকে। সেখানে ডিআরডিও এবং অন্য নানা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উদ্যোগ সম্পর্কে অবহিত হতে পারবেন পড়ুয়ারা।
SC/AC/DM.
(Release ID: 2106965)
Visitor Counter : 11