খনিমন্ত্রক
কলকাতায় ৪ মার্চ, ২০২৫ ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণের ১৭৫তম প্রতিষ্ঠা দিবস সমারোহের উদ্বোধন করবেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি
Posted On:
28 FEB 2025 1:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
দেশের অন্যতম প্রাচীন বৈজ্ঞানিক গবেষণা সংস্থা ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণের ১৭৫তম বর্ষ উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতায় সংস্থার সদর দপ্তরে ৪ মার্চ, ২০২৫ এই সমারোহের উদ্বোধন করবেন কেন্দ্রীয় খনি ও কয়লা মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি। উপস্থিত থাকবেন, সংস্থার মহানির্দেশক শ্রী অসিত সাহা সহ বিশিষ্টজনেরা।
১৮৫১-য় স্যর টমাস ওল্ডহ্যামের প্রতিষ্ঠিত এই সংস্থা ভূতাত্ত্বিক মানচিত্রায়ন, খনিজ আহরণ, বিপর্যয় সংক্রান্ত গবেষণা এবং সামগ্রিকভাবে ভূ-বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এক আলোকবর্তিকা।
এর আগে ২ মার্চ একটি ওয়াকাথনের আয়োজন করা হয়েছে। তাতে যোগ দেবেন বিজ্ঞানী, গবেষক, নীতিপ্রণেতা এবং সাধারণ মানুষ। সল্টলেকের সিকে-সিএল পার্কেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন হবে। ভূ-বিজ্ঞান সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও আলোচনা কার্যক্রমেরও ব্যবস্থা থাকছে।
SC/AC/DM.
(Release ID: 2106938)
Visitor Counter : 19