অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
কলকাতার পর চেন্নাই বিমানবন্দরে চালু হ’ল উড়ান যাত্রী ক্যাফে
Posted On:
27 FEB 2025 2:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
চেন্নাই বিমানবন্দরে আজ উড়ান যাত্রী ক্যাফের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী রামমোহন নাইডু। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর তারিখে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে প্রথম উড়ান ক্যাফে চালু হয়। সাশ্রয়ী মূল্যে খাবার মেলায় কলকাতা ক্যাফেটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রমে অন্য বিমানবন্দরগুলিতেও এই পরিষেবা চালু হবে।
চেন্নাই বিমানবন্দরের টি-ওয়ান অভ্যন্তরীণ টার্মিনালের ক্যাফেতে ১০ টাকায় চা এবং ২০ টাকায় কফি পাওয়া যাবে। খাবার জলের দাম বোতল প্রতি ১০ টাকা। এছাড়াও, পাওয়া যাবে নোনতা খাবার ও মিষ্টি।
শ্রী নাইডু বলেন, বিমান যাত্রীদের স্বাচ্ছন্দ্যের প্রশ্নে সরকার দায়বদ্ধ। এই ধরনের ক্যাফেগুলি সরকারের উড়ান প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার মাধ্যমে সাধারণ মানুষের বিমান যাত্রার স্বপ্ন বাস্তবায়িত হয়ে চলেছে।
SC/AC/SB
(Release ID: 2106655)
Visitor Counter : 11