সহযোগ মন্ত্রক
নতুন দিল্লিতে প্রথাগত বীজ নিয়ে ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেড (বিবিএসএসএল) – এর পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
Posted On:
25 FEB 2025 8:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে প্রথাগত বীজ নিয়ে ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেড (বিবিএসএসএল) – এর পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেছেন। তিনি বলেন, প্রথাগত বীজের সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে বিবিএসএসএল ধারাবাহিক প্রয়াস চালিয়ে যাচ্ছে।
বৈঠকে শ্রী শাহ দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত প্রথাগত বীজের জৈব উৎপাদনের উপর জোর দিয়ে খরিফ মরশুমে বাজারে এর সরবরাহ সুনিশ্চিত করার নির্দেশ দেন। যে বীজগুলি নির্বাচন করা হয়েছে, তার মধ্যে রয়েছে – আমরেলি, মিলেট (গুজরাট); উত্তরাখন্ডের গহত; উত্তরাখন্ডের মান্দুয়া; বুন্দেলখন্ডের মেথি; কাঠিয়া গম; মুন্সিয়ারির রাজমা; কালাভাট; কালো নুন ধানের চারটি প্রজাতি; পশ্চিমবঙ্গের জুহি ধান এবং গোপালভোগ ধান।
শ্রী শাহ ফলমূল, শাকসব্জি ও খাদ্যশস্যের সবধরনের প্রথাগত বীজের একটি সার্বিক তথ্য ভান্ডার প্রস্তুত করার এবং এগুলির সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে সুসমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
SC/SD/SB…
(Release ID: 2106379)
Visitor Counter : 6