তথ্যওসম্প্রচারমন্ত্রক
চলচ্চিত্র পোস্টার তৈরির প্রতিযোগিতা
प्रविष्टि तिथि:
24 FEB 2025 7:37PM
|
Location:
PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
চলচ্চিত্রের সঙ্গে ভারতের গভীর সম্বন্ধসূত্র বিখ্যাত চলচ্চিত্র পোস্টারগুলিতে ধরা পড়ে, যাকে গল্প ও আবেগের এক নিবিড় সংমিশ্রণ বলা যায়। এই শিল্পকলার উদযাপন উপলক্ষ্যে বিশ্ব দৃশ্য-শ্রাব্য বিনোদন শিখর সম্মেলন - ওয়েভস্, ফিল্ম পোস্টার মেকিং চ্যালেঞ্জ অ্যাস পার্ট অফ দ্য ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ সেশন-ওয়ান এর আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই ২৯৬টি আবেদনপত্র জমা পড়েছে। এই অনুষ্ঠানে সমগ্র গণমাধ্যম ও বিনোদন ক্ষেত্রে এক সমন্বিত মঞ্চ হিসেবে দেখা দেবে।
এই অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসবেন বিশ্বের নানা প্রান্ত থেকে এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা। ভারতীয় প্রতিভাধরদের সঙ্গেও তাঁদের সরাসরি আলোচনার সুযোগ সৃষ্টি হবে।
এই শিখর সম্মেলনটি মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার এবং জিও ওয়ার্ল্ড গার্ডেনে আগামী ১ থেকে ৪ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সম্প্রচার, তথ্য বিনোদন, এভিজিসি – এক্সআর, ডিজিটাল মিডিয়া ও উদ্ভাবন ক্ষেত্রের নেতৃত্ব, সৃষ্টিশীল ব্যক্তিত্ব এবং কারিগরদের সামনে বিনোদন শিল্প ক্ষেত্রে ভারতের ভবিষ্যতকে তুলে ধরা হবে।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105891.
SC/AB/SB
रिलीज़ आईडी:
2106079
| Visitor Counter:
38