কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

২৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ বিহারের ভাগলপুরে পিএম-কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তি প্রদান করবেন প্রধানমন্ত্রী

Posted On: 22 FEB 2025 1:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ ফব্রুয়ারি, ২০২৫

 

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার সংবাদমাধ্যমের সামনে পিএম-কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তি প্রদান নিয়ে তাঁর বক্তব্য পেশ করেছেন। ২৪ ফেব্রুয়ারি, ২০১৯-এ কেন্দ্রীয় প্রকল্প হিসেবে পিএম কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ) যোজনার সূচনা করা হয়েছিল। এই প্রকল্পে পরিবার পিছু একজন কৃষককে বার্ষিক ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এ পর্যন্ত ১৮টি কিস্তির মাধ্যমে ১১ কোটি পরিবারকে ৩.৪৬ লক্ষ কোটি টাকার বেশি প্রদান করা হয়েছে।


 শ্রী চৌহান বলেন, মোদী সরকারের সবচেয়ে অগ্রাধিকারের ক্ষেত্র হল, কৃষক কল্যাণ। এই প্রকল্পের লক্ষ্য হল, উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, ফসল নষ্টের জন্য ক্ষতিপূরণ প্রভৃতি। তিনি জানান, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ ভাগলপুরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের অ্যাকাউন্টে ১৯তম কিস্তির টাকা হস্তান্তরিত করবেন। 

শ্রী চৌহান জানান, ১৮তম কিস্তিতে প্রায় ৯ কোটি ৬০ লক্ষ কৃষককে  টাকা প্রদান করা হয়েছিল। ১৯তম কিস্তিতে ২.৪১ কোটি মহিলা-কৃষক সহ ৯.৮ কোটির বেশি কৃষক উপকৃত হবেন। প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর (ডিবিটি) প্রক্রিয়ায় তাঁদের অ্যাকাউন্টে সরাসরি ২২ হাজার কোটি টাকা প্রদান করা হবে। 

এ পর্যন্ত এই প্রকল্পে বিভিন্ন কিস্তির মাধ্যমে শুধুমাত্র বিহারেরই ৮৬.৫৬ লক্ষের বেশি কৃষক উপকৃত হয়েছেন। তাঁদের বিভিন্ন কিস্তির মাধ্যমে ২৫,৪৯৭ কোটি টাকা প্রদান করা হয়েছে। ১৯তম কিস্তিতে উপকৃত হবেন ৭৬.৩৭ লক্ষ কৃষক। তাঁদের অ্যাকাউন্টে ১,৫৯১ কোটি টাকার বেশি প্রদান করা হবে। এর মধ্যে বিহারের কৃষকরা পাবেন ২৭,০৮৮ কোটি টাকা। 

শ্রী চৌহান জানান, ভাগলপুরে এই কিস্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন বিহারের রাজ্যপাল শ্রী আরিফ মহম্মদ খান, বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী জিতন রাম মাঞ্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 

শ্রী চৌহান সাংবাদিকদের জানান, ১৯তম কিস্তি প্রদান অনুষ্ঠান ডিডি কিষাণ, MyGov, ইউটিউব, ফেসবুক এবং দেশের ৫ লক্ষের বেশি কমন সার্ভিস সেন্টারে সরাসরি দেখা যাবে। এই কর্মসূচিতে অংশ নেবেন ২.৫ কোটি কৃষক। 

শ্রী চৌহান আরও জানান, ভাগলপুরে আরও বেশ কয়েকটিই প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পও। 

 

SC/MP/DM


(Release ID: 2105525) Visitor Counter : 11