যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
টেলিকম, কৃত্রিম মেধা এবং উদ্ভূত প্রযুক্তির মতো মূল ক্ষেত্রগুলিতে ব্রিটেনের সঙ্গে ভারতের সহযোগিতা প্রসার
Posted On:
21 FEB 2025 1:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি , ২০২৫
ব্রিটেনের বিজ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তি বিভাগ (ডিএসআইটি)-র সঙ্গে আলোচনার জন্য ভারতের টেলি যোগাযোগ সচিব ডঃ নীরজ মিত্তল ব্রিটেন সফর করেন। পরবর্তী প্রজন্মের টেলি যোগাযোগ, কৃত্রিম মেধা এবং মহাকাশ প্রযুক্তির মতো মূল ক্ষেত্রগুলিতে ভারত-ব্রিটেন সমন্বয়কে আরও শক্তিশালী করার সম্ভাবনার নানা দিক খতিয়ে দেখে সহযোগিতা গড়ে তোলা ছিল তাঁর ব্রিটেন সফরের মূল উদ্দেশ্য।
টেলি যোগাযোগ সচিব সেখানে জাতীয় বিজ্ঞান উপদেষ্টা ক্রিস জনসন এবং ডিএসআইটি-র জাতীয় কারিগরি উপদেষ্টা ডেভস স্মিথের সঙ্গে সাক্ষাৎ করেন। উদ্ভুত প্রযুক্তি ক্ষেত্র এবং ফাইভ-জি ও সিক্স-জি তে তাদের ব্যবহার সহ ডিজিটাল পরিকাঠামো সুরক্ষা ক্ষেত্র নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
সেখানে তিনি স্কটল্যান্ড সরকারের ডিজিটাল মহানির্দেশনালয়ের অধিকর্তা জিওফ হাগিন্স-এর সঙ্গে বৈঠক করেন। টেলি যোগাযোগের মাধ্যমে ডিজিটাল রূপান্তর, টেলিকম সুরক্ষা এবং উদ্ভূত টেলিকম প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
ব্রিটেনের ৬টি ফেডারেটেড টেলিকম হাব (এফটিএইচ)-এর একটিতে টেলি যোগাযোগ সচিব পরিদর্শন করেন। এই হাবটি ক্লাউড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং (সিএইচইডিডিএআর)-এর গবেষণায় বিশিষ্টতা অর্জন করেছে। এখানে সিক্স-জি ক্লাউড, কৃত্রিম মেধা এবং গ্রিন সিক্স-জি নিয়ে উন্নত আধুনিক মানের গবেষণা হচ্ছে।
টেলি যোগাযোগ সচিব অ্যালেন তুরিং ইন্সটিটিউটের সিইও জাঁ ইনেসের সঙ্গেও বৈঠক করেন। টেলিকম সুরক্ষায় কৃত্রিম মেধা, নৈতিক কৃত্রিম মেধা, কৃত্রিম মেধার উদ্ভাবনের প্রসার এবং স্টার্টআপ পরিমণ্ডল নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি স্কটল্যান্ডে স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয়ে ফাইভ-জি সেন্টার পরিদর্শন করেন এবং গ্লাসগো-র জেমস ওয়াট স্কুল অফ ইঞ্জিনিয়ারিং-এ সিক্স-জি গবেষণা কেন্দ্রটিও ঘুরে দেখেন।
টেলি যোগাযোগকে মূল অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে নির্দিষ্ট করে ব্রিটেন-ভারত প্রযুক্তি সুরক্ষা উদ্যোগ (পিএসআই)-এর শক্ত ভিত গড়ে তুলতে ব্রিটেনের ডিএসআইটির মূল অংশীদারদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বিটি, এরিকসন, সোনিক ল্যাবস, ইউকে টেলিকম ল্যাবস, টাইটান, জয়েনার এবং ব্রিটেনের মহাকাশ সংস্থার প্রতিনিধিরা, ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং ইউকে টেকনোলজি ইনোভেশন নেটওয়ার্কের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। গোলটেবিল বৈঠকটি ইউকেটিআইএন-এর সঙ্গে যৌথ সহযোগিতায় ভারতীয় হাই কমিশন আয়োজন করে । ডঃ নীরজ মিত্তাল টেলি যোগাযোগ ক্ষেত্রে ভারতের নেতৃত্বের বিষয়কে তুলে ধরেন। সেইসঙ্গে দেশ পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তির দিকেও এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন।
গোলটেবিল বৈঠকের পর সোনিক ল্যাবস এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স (সিডিওটি)-র মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। চুক্তির অন্তর্ভুক্ত বিষয়গুলি হল, ওপেন আরএএন সংক্রান্ত নীতি এবং কারিগরি বিষয় সহ ফাইভ-জি ওপেন আরএএন এবং ফোর-জি/ফাইভ জি-তে কৃত্রিম মেধা।
ব্রিটেনের টেলিকম পরিমণ্ডলে মূল অংশীদারদের সঙ্গে আলোচনায় সহযোগিতার যে সমস্ত দিকগুলি চিহ্নিত হয়েছে তা হল, টেলি যোগাযোগ ক্ষেত্রে সাইবার সুরক্ষা, কৃত্রিম মেধা এবং ডিজিটাল টুইন্স নিয়ে যৌথ উৎকর্ষকেন্দ্র গড়ে তোলা, পরিকাঠামো পরিকল্পনার ক্ষেত্রে মোবাইল ডেটার উদ্দেশ্য সাধনে ব্রিটিশ টেলিকম সংস্থাগুলির সঙ্গে সমন্বয়মূলক উদ্যোগ গড়ে তোলা। এক্ষেত্রে মেট্রো রুট পরিকল্পনায় এই ডেটা ব্যবহারে ভারতের সাফল্য পথ নির্দেশিক হবে। এছাড়াও আইটিইউ ক্ষেত্রে যৌথ অবদান, নতুন পরীক্ষাগার গড়ে তুলতে পারস্পরিক স্বীকৃতি প্রদান প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।
এই সফরের মধ্যে দিয়ে টেলি যোগাযোগে উদ্ভাবনী দিকের প্রসার এবং ডিজিটাল পরিকাঠামো প্রসারে ভারত-ব্রিটেন পারস্পরিক দায়বদ্ধতা, পরবর্তী প্রজন্মের উন্নত টেলি যোগাযোগ ব্যবস্থার পথও নির্দেশিত হয়েছে। ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতাকে শক্তিশালী করে তোলা এবং কৃত্রিম মেধা চালিত উদ্ভাবনের প্রসারে বিশ্ব টেলিকম নীতি নির্ধারণে ভারতের সদর্থকমূলক মানসিকতা এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে।
SC/AB/NS
(Release ID: 2105277)
Visitor Counter : 8