প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ পরিদর্শন করেন সিডিএস জেনারেল অনিল চৌহান

Posted On: 19 FEB 2025 7:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

 

চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের আজ রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ (আরআইএমসি) পরিদর্শনের মধ্য দিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে প্রতিষ্ঠানের মূল ভূমিকা পুনঃপ্রতিষ্ঠিত হল। জেনারেল অনিল চৌহানকে সম্পূর্ণ সামরিক মর্যাদায় স্বাগত জানান কম্যান্ডান্ট, ফ্যাকাল্টি এবং আরআইএমসি-র ক্যাডেটরা। তাঁর এই সফরে তিনি প্রতিষ্ঠানের বার্ষিক পাঠক্রম, নেতৃত্ব গড়ে তুলতে প্রতিষ্ঠানের কর্মসূচি, যত্নশীল প্রশিক্ষণ ব্যবস্থা সম্পর্কে ফ্যাকাল্টি এবং ক্যাডেটদের সঙ্গে আলোচনা করেন।

জেনারেল চৌহান তাঁর ভাষণে যোগ্য সামরিক নেতৃত্ব গড়ে তুলতে আরআইএমসি-র উল্লেখযোগ্য ভূমিকার ওপর আলোকপাত করেন। সেইসঙ্গে, নিয়মানুবর্তিতা, সততা এবং রাষ্ট্রের সেবায় মূল্যবোধের ওপর জোর দেন তিনি। সামরিক রীতিনীতি অনুযায়ী আধুনিক শিক্ষাক্রমকে অঙ্গীভূত করতে প্রতিষ্ঠানের দায়বদ্ধতার তিনি প্রশংসা করেছেন। এর মধ্য দিয়ে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় ক্যাডেটরা যাতে সম্পূর্ণ প্রশিক্ষিত হয়ে ওঠেন, তা সুনিশ্চিত করা হয়। যুদ্ধের পরিবর্তনশীল প্রকৃতির ওপর আলোকপাত করে তিনি ক্যাডেটদেরকে উন্নত প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে ওঠা ও সেইসঙ্গে কৌশলগত চিন্তা এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রহণীয় নানা ব্যবস্থা সম্পর্কে সক্ষম হয়ে ওঠার আহ্বান জানান। 

সিডিএস এরপর সোমনাথ রিসোর্স সেন্টার অ্যান্ড মিউজিয়াম পরিদর্শন করেন। এখানে আরআইএমসি-র সমৃদ্ধ ইতিহাস এবং রাষ্ট্রের সেবায় উজ্জ্বল প্রাক্তনীদের ভূমিকাকে তুলে ধরা হয়েছে। জেনারেল চৌহান প্রদর্শিত ছবিগুলির প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। তাতে ফুটে উঠেছে আরআইএমসি-র প্রশিক্ষিত আধিকারিকরা বিভিন্ন সামরিক অভিযানে কিভাবে অংশ নিয়েছেন। সমৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রতি দায়বদ্ধতা রক্ষায় জেনারেল চৌহান ক্যাম্পাসে একটি চারাগাছ রোপণ করেন। ক্যাডেটরা জেনারেল চৌহানকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে এই পরিদর্শন তাঁদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আরআইএমসি-র বর্ণোজ্জ্বল ঐতিহ্যকে নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন বলে ক্যাডেটরা তাঁকে আশ্বস্ত করেন।

SC/AB/DM.


(Release ID: 2104934) Visitor Counter : 9


Read this release in: English , Urdu , Marathi , Hindi