প্রতিরক্ষামন্ত্রক
রয়্যাল ভুটান আর্মির চিফ অপারেশন অফিসার নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন
Posted On:
04 FEB 2025 5:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি , ২০২৫
রয়্যাল ভুটান আর্মির (আরবিএ) চিফ অপারেশন অফিসার (সিওও) লেফ্টেন্যান্ট জেনারেল বাতু শেরিং ৪ ফেব্রুয়ারি, নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এবং জাতীয় অগ্রাধিকার অনুযায়ী ভুটানের সক্ষমতা ও শক্তি বৃদ্ধিতে প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সাহায্য করার কথা আলোচনায় পুনর্ব্যক্ত করেন প্রতিরক্ষা মন্ত্রী।
লেফ্টেন্যান্ট জেনারেল বাতু শেরিং ভুটানের আরবিএ-র প্রশিক্ষণ ও অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে নিরন্তর সাহায্যের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। আলোচনায় তিনি আরও জানান, আরবিএ সংশ্লিষ্ট অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য ভারতের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করে চলেছে।
উল্লেখ্য, আরবিএ-র সিওও ২-৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত সফরে রয়েছেন। এই সফরের লক্ষ্যই হল দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ককে আরও সম্প্রসারিত করা।
SC/SS/NS
(Release ID: 2099978)
Visitor Counter : 20