প্রতিরক্ষামন্ত্রক
ভারত-চীন সীমান্ত এবং সেখানে নজরদারি প্রক্রিয়ার পুনঃস্থাপন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতি
Posted On:
04 FEB 2025 5:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি , ২০২৫
ভারত-চীন সীমান্তের পরিস্থিতির বিষয়ে সেনাপ্রধানের বিবৃতি নিয়ে সংসদে শ্রী রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ৪ জানুয়ারি ২০২৫ একটি ট্যুইট প্রকাশ করেছেন।
তাতে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, সীমান্তে নজরদারি প্রক্রিয়ায় সাময়িক যে বিঘ্ন ঘটেছিল, তা নিয়ে সেনাপ্রধান বক্তব্য রেখেছিলেন। কিন্তু সেই সমস্যা মিটে গেছে। সাম্প্রতিক সেনা প্রত্যাহার প্রক্রিয়ার পরে সীমান্তে আবার আগেকার নজরদারি ব্যবস্থা ফিরে এসেছে। এ সম্পর্কে সংসদে জানানোও হয়েছিল।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সংসদে বিতর্কের সময়ে সেনাপ্রধানের মুখে যেসব কথা বসানো হয়েছে, তা তিনি আদৌ বলেননি। জাতীয় সুরক্ষার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে নির্ভুলতা এবং দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে বলে শ্রী সিং মন্তব্য করেছেন।
শ্রী রাজনাথ সিং বলেন, নথিপত্রে এর স্পষ্ট উল্লেখ রয়েছে যে ১৯৬২ সালের সংঘর্ষের সময় থেকেই আকসাই চীনের ৩৮,০০০ বর্গ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড চীনের দখলে রয়েছে। ১৯৬৩ সালে পাকিস্তান ৫,১৮০ বর্গ কিলোমিটার এলাকা চীনকে দিয়ে দেয়। ভারতের সীমা নিয়ে আলোচনার ক্ষেত্রে এই ঐতিহাসিক তথ্যগুলি অস্বীকার করার কোনো উপায় নেই।
SC/SD/NS
(Release ID: 2099977)
Visitor Counter : 29