তথ্যওসম্প্রচারমন্ত্রক
সরাসরি সম্প্রচারে ভুল তথ্য মোকাবিলায় এআই চালিত সমাধানের সুযোগ করে দেবে ওয়েভস ২০২৫
प्रविष्टि तिथि:
04 FEB 2025 12:12PM
|
Location:
PIB Kolkata
নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি ২০২৫
তথ্য সম্প্রচার মন্ত্রক ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেক্ট্রনিক্স অ্যাসোসিয়েশন (আইসিইএ)-এর সহযোগিতায় ট্রুথটেল হ্যাকাথন চ্যালেঞ্জ ঘোষণা করেছে। এই হ্যাকাথনটি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট (ডব্লুএভিইএস – ওয়েভস) ২০২৫-এর ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ (সিআইসি)-র প্রথম পর্বের অন্তর্গত। এই চ্যালেঞ্জটি সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে ভুল তথ্য মোকাবিলায় এআই চালিত সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বর্তমানে দ্রুত গতিশীল মিডিয়া পরিবেশে বিশেষ করে সরাসরি সম্প্রচারের সময় ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। সম্প্রচারক বা সাংবাদিকদের জন্য তৎক্ষণাৎ ভুল তথ্য খুঁজে বের করা একটি চ্যালেঞ্জের বিষয়। এই ভুল তথ্য সনাক্তকরণের জন্য এবং তথ্য যাচাইয়ের জন্য এআই চালিত যন্ত্র আবিস্কার করতে এই হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। বিজেতা পাবেন ১০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার। এই হ্যাকাথনে বিপুল উৎসাহ লক্ষ্য করা গেছে। সমগ্র বিশ্ব থেকে ৫,৬০০-র বেশি নাম নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৬ শতাংশ মহিলা।
মূল বিষয় –
• সরাসরি সম্প্রচারের সময় তৎক্ষণাৎ ভুল তথ্য সনাক্তকরণ ও তথ্য যাচাইয়ের জন্য এআই পরিচালিত যন্ত্র তৈরি।
• সংবাদ মাধ্যম ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা বৃদ্ধি।
• সংবাদ প্রকাশের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ প্রয়োগে জোর দেওয়া।
হ্যাকাথনের পর্ব ও মূল তারিখগুলি –
• প্রাথমিক স্তরে জমা দেওয়ার তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
• চূড়ান্ত উপস্থাপনা – ২০২৫-এর মার্চের শেষে।
• বিজেতাদের প্রস্তুতি – ওয়েভস শিখর সম্মেলন ২০২৫।
এই হ্যাকাথনে অংশ নিতে ও নাম নথিভুক্ত করার বিষয়ে বিস্তারিত জানতে ঘুরে দেখুন - https://icea.org.in/truthtell/
সহকারী সহযোগী –
এই হ্যাকাথনকে মূলত সাহায্য করছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক, এবং ভারতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা মিশন এবং DetaLEADS।
SC/PM/AS
रिलीज़ आईडी:
2099465
| Visitor Counter:
78
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Khasi
,
English
,
Gujarati
,
Urdu
,
Nepali
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam