পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে ন্যানো বাবল প্রযুক্তি সংক্রান্ত প্রশ্নোত্তর

प्रविष्टि तिथि: 03 FEB 2025 3:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ 

 

জলের গুণমান বৃদ্ধি করার জন্য ন্যানো বাবল প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে জলে ছোট ছোট বুদবুদ তৈরি করে দূষিত পদার্থ অপসারিত করা হয়, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বাড়ানো হয়, জলজ উদ্ভিদ অপসারণে সহায়তা করা হয় এবং জলজ প্রাণীর বেঁচে থাকা নিশ্চিত করা হয়। বিভিন্ন জাতীয় উদ্যান, অভয়ারণ্য সহ সংরক্ষিত অঞ্চলে জলজ প্রাণীদের জন্য নানা ধরনের পরিকল্পনা করা হয়েছে। ১৯৭২ সালের বন্যপ্রাণ রক্ষা আইন অনুযায়ী, এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট জলস্তর বজায় রাখা, জল থেকে পলি উত্তোলন, বিভিন্ন জলাভূমিতে এসটিপি (সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট)-র ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিভিন্ন চিড়িয়াখানায় জলজ প্রাণী সহ সব ধরনের প্রাণীর জন্য যথাযথ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করেছে। এর জন্য কর্তৃপক্ষ বিভিন্ন চিড়িয়াখানাতে নানা সময়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। ভারতে ন্যানো বাবল প্রযুক্তির ব্যবহার সম্প্রতি শুরু হয়েছে। জলের গুণমান এবং প্রাণীর স্বাস্থ্যের সঙ্গে এর প্রভাব কতটা দীর্ঘমেয়াদী হবে তা ভবিষ্যতে বোঝা যাবে।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং।

 

SC/CB/DM


(रिलीज़ आईडी: 2099355) आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil , Telugu