পরিবেশওঅরণ্যমন্ত্রক
মহাকুম্ভ ২০২৫: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রকের এলআইএফই প্যাভিলিয়ন প্রয়াগরাজে পরিবেশবান্ধব জীবন-যাপন সম্পর্কে সচেতনতা তৈরি করে
प्रविष्टि तिथि:
27 JAN 2025 3:35PM by PIB Kolkata
নতুনদিল্লি ২৭ জানুয়ারী ২০২৫
প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫-এর সমবেত জনগণের মধ্যে পরিবেশবান্ধব জীবন-যাপন সম্পর্কে সচেতনতা তৈরি করতে ১৩ থেকে ১৫ জানুয়ারি ২০২৫-এর মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়রক মন্ত্রক একটি প্যাভিলিয়ন স্থাপন করে। মহাকুম্ভ মেলায় যোগদানকারী দর্শনার্থীদের সুসংহত জীবন-যাপনের নানা দিক সম্পর্কে সচেতন করে।
মহাকুম্ভ ২০২৫-এ পরিবেশের জন্য জীবন-যাপন প্যাভিলিয়নটি মিশন এলআইএফই-র সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হয়েছে। সেলফি তোলার একটি স্থানও এই প্যাভিলিয়নে ছিল। পরিবেশবান্ধব জীবন-যাপনের জন্য দর্শনার্থীরা এখানে অঙ্গীকার গ্রহন করে।
এই প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ ছিল ডলফিন প্রদর্শনী। দর্শনার্থীদের বিভিন্ন খেলার মাধ্যমে নদীতে থাকা ডলফিন সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়। পাশাপাশি নদীর বাস্তুতন্ত্র রক্ষায় যে সচেতনতা প্রয়োজন সেবিষয়েও জোর দেওয়া হয়।
SC/PM/CS
(रिलीज़ आईडी: 2096730)
आगंतुक पटल : 48