পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
azadi ka amrit mahotsav

“ভারতে পে রোল রিপোর্টিং : একটি কর্মসংস্থান প্রেক্ষাপট – নভেম্বর ২০২৪” সংক্রান্ত প্রকাশিত রিপোর্ট

प्रविष्टि तिथि: 24 JAN 2025 3:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ জানুয়ারী, ২০২৫

 

পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক আনুষ্ঠানিক অর্থনীতি সেক্টরে সেপ্টেম্বর ২০১৭ –র পরবর্তী সময়কালে কর্মসংস্থান সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে। তিনটি প্রধান প্রকল্প যথাক্রমে কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্প (ইপিএফ), কর্মচারী রাজ্য বীমা প্রকল্প (ইএসআই) এবং জাতীয় পেনশন প্রকল্পের (এনপিএস) গ্রাহক সংখ্যার সামগ্রিক তথ্যকে ব্যবহার করে এটি প্রকাশ করা হয়েছে। 

পূর্ণাঙ্গ রিপোর্ট দেখতে  Payroll Reporting in India An Employment Perspective – November, 2024.pdf এখানে ক্লিক করুন।
  
কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্প :
২০২৪ – এর নভেম্বর মাসে ইপিএফে মোট নতুন গ্রাহক সংখ্যা ৮,৭৪,৪২০ যা ২০২৪-এর অক্টোবর মাসে ছিল ৭,৮৬,১৯৬। 

 

কর্মচারী রাজ্য বীমা প্রকল্প :
ইএসআই প্রকল্পে ২০২৪- এর নভেম্বর মাসে অর্থ জমা করা নতুন নথিভুক্ত কর্মচারীর সংখ্যা ১১,৮২,৫০১ যা  ২০২৪ –এর অক্টোবর মাসে ছিল ১৩,০৭,৮৮৮।

 

জাতীয় পেনশন প্রকল্প (এনপিএস) :
২০২৪- এর নভেম্বর মাসে এনপিএসে মোট নতুন গ্রাহক সংখ্যা ৪০,৯২০ যা ২০২৪ –এর অক্টোবর মাসে ছিল ৬৪,৯৭৭ ।

 


SC/AB/SG


(रिलीज़ आईडी: 2095934) आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Urdu , हिन्दी , English